ঢাকা , শুক্রবার, ১৮ জুলাই ২০২৫ , ২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অবিশ্বাস্য পরিবর্তন! সাহারা মরুভূমির সবুজ রূপ দেখে অবাক বিজ্ঞানীরা জাতীয় প্রেসক্লাবে মিথ্যা মামলার প্রতিবাদে বাঙালী মুসলিম যুবসংঘের মানববন্ধন গোপালগঞ্জে কারফিউ চলবে শুক্রবারেও আসিফ আদনান, জাকারিয়া মাসুদ ও মাওলানা রেজাউল করিম আবরার-এর বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত জঙ্গি মামলার প্রতিবাদে আজ জাতীয় প্রেসক্লাবের সামনে বাঙ্গালী মুসলিম যুবসংঘ-এর ব্যানারে এক মানববন্ধনের আয়োজন করা হয় বাংলাদেশিদের ‘অনেক’ ভিসা দেওয়া হচ্ছে, দাবি ভারতের শুক্রবার ‘ফ্রি ইন্টারনেট ডে’, পাচ্ছেন ১ জিবি বিনামূল্যের ইন্টারনেট গোপালগঞ্জ পরিস্থিতি নিয়ে সেনাবাহিনীর বিবৃতি গোপালগঞ্জে কারফিউ জারি, সেনা টহলে থমথমে শহর সিরিয়ার আল-শারাকে ‘নির্মূল’ করার ঘোষণা দিলেন ইসরায়েলি মন্ত্রী সিরিয়ার সেনা সদর দপ্তরে ফের পড়ল বোমা, প্রেসিডেন্টের প্রাসাদের কাছেও হামলা বৃহস্পতিবার সারাদেশে বিক্ষোভের ডাক এনসিপির গোপালগঞ্জে সংঘর্ষের পর হাসপাতালে ৪ জনের লাশ খুলনায় পৌঁছেছেন নাহিদ-হাসনাতরা গোপালগঞ্জে রাত ৮টা থেকে ২২ ঘণ্টার কারফিউ সেনা-পুলিশ পাহারায় গোপালগঞ্জ ছাড়লেন নাহিদ-হাসনাতরা গোপালগঞ্জের হামলাকারীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না: অন্তর্বর্তী সরকার ব্লকেড সরিয়ে নেওয়ার আহ্বান নাহিদের গোপালগঞ্জে হামলার প্রতিবাদে মশাল মিছিল করবে এনসিপি জাতীয় নেতাদের নিরাপত্তা দিতে পারে না, তারা করবে নির্বাচন: হান্নান গোপালগঞ্জে গণমাধ্যমের ওপর হামলায় অনলাইন এডিটরস অ্যালায়েন্সের নিন্দা

বাংলাদেশিদের ‘অনেক’ ভিসা দেওয়া হচ্ছে, দাবি ভারতের

  • আপলোড সময় : ১৭-০৭-২০২৫ ০৯:৩৮:৫১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৭-২০২৫ ০৯:৩৮:৫১ অপরাহ্ন
বাংলাদেশিদের ‘অনেক’ ভিসা দেওয়া হচ্ছে, দাবি ভারতের ছবি: সংগৃহীত
গত বছরের জুলাই-অগাস্ট থেকেই বাংলাদেশে ভারতের স্বাভাবিক ভিসা কার্যক্রম কার্যত বন্ধ হয়ে গিয়েছিল। ভারতের ভিসা পাওয়া যাচ্ছিল না বলে অনেক বাংলাদেশি নাগরিককেই চরম দুর্ভোগে পড়তে হয়েছে। তবে বর্তমানে বাংলাদেশি নাগরিকদের অনেক পরিমাণে (‘সাবস্টেনশিয়াল নাম্বারস’) ভারতীয় ভিসা দেওয়া হচ্ছে বলে দাবি করেছে দিল্লি।
 
বৃহস্পতিবার (১৭ জুলাই) নয়াদিল্লিতে সাপ্তাহিক ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে এ দাবি করেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।
 
জয়সওয়াল বলেন, ‘আমরা তো (বাংলাদেশে) ভিসা দিচ্ছি। নানা কারণেই ভিসা দেওয়া হচ্ছে, অনেক পরিমাণে দেওয়া হচ্ছে।’
 
তিনি আরও বলেন, ‘যে সব কারণে ভিসা দেওয়া হচ্ছে, তার মধ্যে মেডিক্যাল ইস্যু বা ইমার্জেন্সি আছে, ছাত্রছাত্রীদের ভিসা আছে ইত্যাদি ইত্যাদি।’ 
 
তবে ভারত সাম্প্রতিক মাসগুলোতে বাংলাদেশিদের ঠিক কত সংখ্যক ভিসা দিয়েছে, সেই নির্দিষ্ট সংখ্যাটা তিনি বলতে পারেননি। জয়সওয়াল বলেন, ‘এটা আমাকে জেনে বলতে হবে’। 
 
এদিকে গতকাল বুধবার বাংলাদেশের গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশকে ঘিরে সংঘর্ষের ঘটনা নিয়ে আর একটি প্রশ্নের জবাবে তিনি অবশ্য নির্দিষ্ট কোনো প্রতিক্রিয়া জানাননি– বরং উত্তর পাশ কাটিয়ে গিয়েছেন।
 
গোপালগঞ্জের ঘটনাকে ভারত কীভাবে দেখছে, তার জবাবে তিনি বলেন, ‘আমাদের অঞ্চলে যে কোনো ডেভেলপমেন্টের দিকেই আমরা সতর্ক নজর রাখি, সেটা আমলে নিই এবং তার পরিপ্রেক্ষিতে আমাদের যা করণীয় সেটাও করা হয়।’
 
সূত্র: বিবিসি বাংলা

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মতিঝিলে সেনা কল্যাণ ভবনে আগুন  নিয়ন্ত্রণে

মতিঝিলে সেনা কল্যাণ ভবনে আগুন নিয়ন্ত্রণে