শ্রীলঙ্কার মাটিতে ইতিহাস গড়ে টি-টোয়েন্টি সিরিজ জিতে দেশে ফিরেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। প্রথমবারের মতো লঙ্কানদের ঘরের মাঠে কোনো দ্বিপাক্ষিক সিরিজ জয় করল টাইগাররা। এই সফল সফরের পর আসন্ন পাকিস্তান সিরিজেও সেই অপরিবর্তিত দলকেই আস্থা রেখেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে আগামী ২০ জুলাই। বাকি দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে ২২ ও ২৪ জুলাই, সবগুলোই ঢাকার মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।
দল ঘোষণায় বেশ কিছু চমক রয়েছে। শ্রীলঙ্কা সফরে উল্লেখযোগ্য পারফর্মেন্স করতে না পারলেও ওপেনার মোহাম্মদ নাইম শেখ ও অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিনকে রেখেছে নির্বাচকরা। সামনে এশিয়া কাপসহ গুরুত্বপূর্ণ সিরিজগুলো মাথায় রেখে দল নির্বাচনেও স্থিতিশীলতা বজায় রাখার কৌশল নিয়েছে টিম ম্যানেজমেন্ট।
তবে দলে জায়গা হয়নি তিন ফরম্যাটে নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এবং ওপেনার সৌম্য সরকার। তাদের এই সিরিজে বিশ্রামে রাখা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
পাকিস্তান সিরিজের জন্য ঘোষিত বাংলাদেশ দল:
লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, মোহাম্মদ নাইম শেখ, তাওহিদ হৃদয়, জাকির আলি অনিক, শামীম হোসেন পাটোয়ারী, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব এবং মোহাম্মদ সাইফউদ্দিন।