গোপালগঞ্জে এনসিপির পদযাত্রা ও সভাকে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষে ক্ষতিগ্রস্ত পরিদর্শন করেছেন কারা অতিরিক্ত কারা মহাপরিদর্শক কর্নেল তানভীর।
বৃহস্পতিবার সকাল সোয়া ১১টায় গোপালগঞ্জ জেলা কারাগারে এসে পৌঁছান তিনি। কারা কর্তৃপক্ষের পদস্থ কর্মকর্তা ও গোপালগঞ্জ জেলা কারাগারের কর্মকর্তা কর্মচারীরা তাকে সেখানে অভিবাদন জানান। পরে তিনি তাদের সাথে কথা বলেন এবং খোঁজখবর নেন।
অতিরিক্ত কারা মহাপরিদর্শক কর্নেল তানভীর বলেন, সেনাবাহিনীর সহযোগিতায় কারাগারে হামলা আটকানো গিয়েছে। এজন্য আমি সেনাবাহিনীকে ধন্যবাদ জানাই। কারাগারে ফের হামলার কোনো আশঙ্কা নেই। তারপরেও সেনাবাহিনী, বিজিবি ও কারারক্ষীরা সতর্ক অবস্থানে রয়েছেন।
বুধবার এনসিপির পদযাত্রা ও সভাকে কেন্দ্র করে হামলা, সংঘর্ষের ঘটনা ঘটে। বিকেলে হামলা করা হয় গোপালগঞ্জ জেলা কারাগারে। সেখানে ভাঙচুর করে অগ্নি সংযোগের ঘটনা ঘটে। সেনাবাহিনী, বিজিবি ও কারারক্ষীরা সারা রাত জেলা কারাগারের সামনে সতর্ক অবস্থানে ছিলেন।