গোপালগঞ্জে ইন্টারনেট সেবা বন্ধ কিংবা বিঘ্নিত হয়নি বলে জানিয়েছে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়। বুধবার (১৭ জুলাই) এক বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, দেশে ইন্টারনেট শাটডাউনের কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি এবং বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) পক্ষ থেকেও এ সংক্রান্ত কোনো নির্দেশনা জারি করা হয়নি।
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, সরকার বরাবরই মোবাইল ও ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা চালু রাখার পক্ষে রয়েছে এবং যে কোনো পরিস্থিতিতে সংযোগ সচল রাখার নীতিতে অটল। মন্ত্রণালয় আশঙ্কা প্রকাশ করে জানায়, ইচ্ছাকৃতভাবে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করার অপপ্রয়াস চালানো হচ্ছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
দেশের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং জনজীবনে শৃঙ্খলা বজায় রাখতে মিথ্যা তথ্য ও গুজব ছড়ানো থেকে বিরত থাকার জন্য ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক পর্যায়ে সবাইকে সচেতন ও দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানানো হয় বিবৃতিতে।
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, সরকার বরাবরই মোবাইল ও ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা চালু রাখার পক্ষে রয়েছে এবং যে কোনো পরিস্থিতিতে সংযোগ সচল রাখার নীতিতে অটল। মন্ত্রণালয় আশঙ্কা প্রকাশ করে জানায়, ইচ্ছাকৃতভাবে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করার অপপ্রয়াস চালানো হচ্ছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
দেশের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং জনজীবনে শৃঙ্খলা বজায় রাখতে মিথ্যা তথ্য ও গুজব ছড়ানো থেকে বিরত থাকার জন্য ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক পর্যায়ে সবাইকে সচেতন ও দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানানো হয় বিবৃতিতে।