বাংলাদেশ জাতীয় দল শেষ পর্যন্ত ইতিহাস গড়ল। প্রথম দুই ম্যাচে ম্লান পারফরম্যান্সের পর তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে দুর্দান্ত ব্যাটিংয়ে নজর কাড়লেন ওপেনার তানজিদ হাসান তামিম। তার ক্যারিয়ার সেরা ইনিংসের দিনে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথমবারের মতো টি-টোয়েন্টি সিরিজ জয়ের স্বাদ পেল টাইগাররা।
বুধবার (১৬ জুলাই) কলম্বোতে অনুষ্ঠিত সিরিজ নির্ধারণী তৃতীয় ম্যাচে স্বাগতিকদের ৮ উইকেটের বড় ব্যবধানে হারায় বাংলাদেশ। ১৩৩ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে ২ উইকেট হারিয়ে ২১ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে লিটন দাসের নেতৃত্বাধীন দল।
এর আগে দুই দলের মধ্যে অনুষ্ঠিত পাঁচটি টি-টোয়েন্টি সিরিজেই জিতেছিল শ্রীলঙ্কা। তবে এবার বাংলাদেশের সামনে সুযোগ ছিল ইতিহাস গড়ার, আর সহজ লক্ষ্য পেয়ে সেটা দারুণভাবে কাজে লাগায় তারা।
যদিও ইনিংসের প্রথম বলেই পারভেজ ইমন উইকেট হারিয়ে চাপে পড়ে যায় দল, তবে আরেক ওপেনার তানজিদ তামিম ও অধিনায়ক লিটন দাস গড়েন ৭৪ রানের জুটি। নবম ওভারে ২৬ বলে ৩২ রান করে লিটন আউট হলেও, আগ্রাসী মেজাজে খেলে মাত্র ২৭ বলে ফিফটি তুলে নেন তানজিদ।
প্রথম দুই ম্যাচে ব্যর্থ হওয়া এ বাঁহাতি ব্যাটার এদিন ৫টি ছক্কা ও ১টি চারে সাজানো ৭৩ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন। এটি তার টি-টোয়েন্টি ক্যারিয়ারের সর্বোচ্চ ইনিংস, আগের সেরা ছিল ৬৭ রান। অপরপ্রান্তে ২৫ বলে ২৭ রানে অপরাজিত থেকে ম্যাচ শেষ করেন তাওহীদ হৃদয়।
এর আগে টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৩২ রান তোলে শ্রীলঙ্কা। পাথুম নিশাঙ্কা করেন ৪৬ রান, শানাকা ৩৫ এবং কামিন্দু মেন্ডিস করেন ২১ রান। তবে দিনের সেরা বোলার ছিলেন শেখ মেহেদী হাসান। ৪ ওভার বল করে ১ মেডেনসহ মাত্র ১১ রান দিয়ে নেন ৪টি উইকেট।
প্রথম ম্যাচে ৭ উইকেটে হারা বাংলাদেশ দ্বিতীয় ম্যাচে দাপুটে জয় তুলে নেয় ৮৩ রানের ব্যবধানে। ফলে ১-১ এ সমতা থাকায় তৃতীয় ম্যাচটি হয়ে ওঠে অলিখিত ফাইনাল। সেই ফাইনালে দাপুটে পারফরম্যান্সে প্রথমবারের মতো শ্রীলঙ্কাকে সিরিজ হারাল বাংলাদেশ।