অন্তর্বর্তী সরকারের মদদেই দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে মব কালচার ছড়িয়ে পড়ছে বলে অভিযোগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস।
বুধবার (১৬ জুলাই) সন্ধ্যায় কক্সবাজারে বিএনপির এক নেতাকে হত্যার প্রতিবাদে এবং সারাদেশে ক্রমাবনত আইনশৃঙ্খলা পরিস্থিতির বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত মশাল মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে তিনি এই মন্তব্য করেন।
তিনি বলেন, দেশে একের পর এক সহিংসতা ও অনিয়ম বাড়ছে। গণতন্ত্রপন্থী রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভ্রান্তি সৃষ্টির জন্য কিছু এনজিওকর্মী সংস্কারের নামে অপচেষ্টা চালাচ্ছে।
সমাবেশে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন বলেন, একটি গুপ্তচক্র দেশে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি জনগণকে এই ষড়যন্ত্রের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানান।
এর আগে টিএসসি থেকে মশাল মিছিল শুরু হয়ে হল এলাকা প্রদক্ষিণ করে পুনরায় টিএসসিতে এসে শেষ হয়।