গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘যারা গণঅভ্যুত্থান এবং নতুন বাংলাদেশের পক্ষে, তাদেরই দায়িত্ব নিতে হবে। এই গোপালগঞ্জ যেন মুজিববাদীদের আশ্রয়কেন্দ্র হয়ে না ওঠে।'
বুধবার (১৬ জুলাই) শহরের পৌরপার্ক এলাকায় আয়োজিত জুলাই পদযাত্রার সমাবেশে দেওয়া এক সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম অভিযোগ করেন, ‘মুজিববাদীরা আজ আমাদের সমাবেশে বাধা দিয়েছে। আমরা শান্তির বার্তা নিয়ে এসেছি, কিন্তু তারা সংঘাতের পথ বেছে নিয়েছে। আমরা বলেছিলাম—বাধা দিলে বাধবে লড়াই, সেই লড়াইয়ে জিততেই হবে।’
তিনি বলেন, ‘আজ যদি বাধা না আসত, গোপালগঞ্জের সাধারণ মানুষ এখানে এসে লোকে লোকারণ্য করত। আমরা এখানে এসেছি শান্তি ও অধিকার প্রতিষ্ঠার বার্তা নিয়ে। গোপালগঞ্জের নাম পাল্টাতে নয়, বরং নতুন বাংলাদেশ গড়ার অঙ্গীকার নিয়ে।’
নাহিদ আরও বলেন, ‘পুলিশ যদি ব্যর্থ হয় জনগণকে রক্ষা করতে, তাহলে সেই দায়িত্ব আমাদের নিতে হবে। গোপালগঞ্জে বৈষম্যের স্থান হবে না। মুজিববাদীরা মুক্তিযুদ্ধ ও গোপালগঞ্জের ভাবমূর্তি কুলষিত করেছে, আমরা এটিকে পুনরুদ্ধার করব।’
তিনি হুঁশিয়ার করে বলেন, ‘যারা বাধা দিয়েছে, তাদের চিহ্নিত করে বিচার করতে হবে। তা না হলে আমরা আবারও আসব, নিজেদের হাতে গোপালগঞ্জকে মুক্ত করব।’
বক্তব্যের একপর্যায়ে তিনি বলেন, ‘আজকের এই দিনে আবু সাঈদ, ওয়াসিমসহ আমাদের ৬ জন শহীদ হয়েছিলেন। সেই রক্তের শপথ—মুজিববাদীরা আর কখনও বাংলাদেশে মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না।’
নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২
গোপালগঞ্জ যেন মুজিববাদীদের আশ্রয়কেন্দ্র না হয়ে ওঠে: নাহিদ ইসলাম
- আপলোড সময় : ১৬-০৭-২০২৫ ০৫:০৭:০১ অপরাহ্ন
- আপডেট সময় : ১৬-০৭-২০২৫ ০৫:০৭:০১ অপরাহ্ন

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ