ইন্টারনেটের গতি বাড়াতে ও দাম কমাতে কাজ করছে সরকার, জানিয়েছেন প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি–বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব। তিনি বলেন, ব্যক্তিগত তথ্য সুরক্ষা আইন ও টেলিকম পলিসিতে পরিবর্তন আনার বিষয়েও কাজ চলছে।
বুধবার (১৬ জুলাই) সকালে ‘বায়োটিক ইলেকট্রনিক্স, এআই অ্যান্ড রোবোটিকস সামিট’-এ এসব তথ্য জানান তিনি।
ফয়েজ আহমদ তৈয়্যব আরও জানান, জাতীয় এআই নীতি (National AI Policy) ও ডেটা গভর্নেন্স অ্যাক্ট প্রণয়নের কাজও চলছে। আধুনিক যোগাযোগ প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে টেলিকম ও আইসিটি আইন যুগোপযোগী করা হবে। একই সঙ্গে পেমেন্ট ইকোসিস্টেম উন্নয়নের জন্য পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
তিনি বলেন, “ন্যাশনাল এপিআই হাব তৈরি করা হবে এবং ক্লাউড সক্ষমতা বাড়াতে সরকারিভাবে নানা উদ্যোগ নেওয়া হচ্ছে।”
তৈয়্যব আরও বলেন, “সরকারি অফিসে অনলাইনে আবেদন করে পরে কাগজের ডাউনলোড কপি নিতে হয়—এটাই ডিজিটালাইজেশন নয়। আমাদের আসল ডিজিটাল রূপান্তরের পথে যেতে হবে।”
এ সময় তিনি জানান, সিটি করপোরেশনের ফ্রন্ট ডেস্ক ব্যবস্থাপনাও সক্রিয় করা হচ্ছে, যাতে নাগরিকসেবা আরও সহজ হয়। এই অন্তর্বর্তী সরকার প্রযুক্তি খাতে যেসব কার্যক্রম শুরু করেছে, পরবর্তী সরকার এগুলো এগিয়ে নেবে বলেও তিনি আশাবাদ প্রকাশ করেন।