নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইট থেকে আওয়ামী লীগের ‘নৌকা’ প্রতীক সরিয়ে ফেলা হয়েছে। বুধবার (১৬ জুলাই) সকালে ইসির অফিসিয়াল সাইটে দেখা যায়, “আওয়ামী লীগ (নিবন্ধন স্থগিত)” নামের পাশে আর নৌকা প্রতীকটি আর নেই।
এ বিষয়ে ইসি সচিবালয়ের সিস্টেম ম্যানেজার মো. রফিকুল হক জানান, "ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে প্রতীকটি সরিয়ে ফেলা হয়েছে।"
এর আগে মঙ্গলবার রাতে ফেসবুকের ভেরিফায়েড পেজে এক পোস্টে নির্বাচন কমিশনের সমালোচনা করেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি প্রশ্ন তোলেন—আওয়ামী লীগের ‘নৌকা’ প্রতীককে কেন আবার শিডিউলভুক্ত করার উদ্যোগ নেওয়া হলো?
পোস্টে তিনি লেখেন,
“অভিশপ্ত ‘নৌকা’ মার্কাটাকে আপনারা কোন বিবেচনায় আবার শিডিউলভুক্ত করতে আইন মন্ত্রণালয়ে পাঠালেন? সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে এই গণ–অভ্যুত্থানকে আপনারা জাস্ট বৃদ্ধাঙ্গুলি দেখালেন। কাদের এজেন্ডা বাস্তবায়ন করতে এবং কাদের দেওয়ার জন্য এই মার্কা রাখছেন আপনারা?”
গত বছরের ৫ আগস্ট দেশের ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। এরপর ১২ মে অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগ ও এর সব অঙ্গসংগঠন, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করে। একই সঙ্গে নির্বাচন কমিশনও রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করে।
এছাড়াও, দলটির শীর্ষ পর্যায়ের নেতাদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারকাজ এখনো চলমান রয়েছে।
নৌকা প্রতীক পুনর্বহাল নিয়ে তৈরি হওয়া বিতর্কের জেরে নির্বাচন কমিশন এই প্রতীকটি সাইট থেকে সরিয়ে নিয়েছে বলে ধারণা করা হচ্ছে। এখন দেখা যাচ্ছে, ইসির তালিকায় “আওয়ামী লীগ (নিবন্ধন স্থগিত)” থাকলেও এর পাশে কোনো প্রতীক প্রদর্শিত হচ্ছে না।