ঢাকা , বুধবার, ১৬ জুলাই ২০২৫ , ১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গোপালগঞ্জে রাত ৮টা থেকে ২২ ঘণ্টার কারফিউ সেনা-পুলিশ পাহারায় গোপালগঞ্জ ছাড়লেন নাহিদ-হাসনাতরা গোপালগঞ্জের হামলাকারীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না: অন্তর্বর্তী সরকার ব্লকেড সরিয়ে নেওয়ার আহ্বান নাহিদের গোপালগঞ্জে হামলার প্রতিবাদে মশাল মিছিল করবে এনসিপি জাতীয় নেতাদের নিরাপত্তা দিতে পারে না, তারা করবে নির্বাচন: হান্নান গোপালগঞ্জে গণমাধ্যমের ওপর হামলায় অনলাইন এডিটরস অ্যালায়েন্সের নিন্দা রণক্ষেত্র গোপালগঞ্জ, ১৪৪ ধারা জারি শামীম ওসমান ও স্ত্রীর বিরুদ্ধে অবৈধ সম্পদের মামলা বিদেশি রাষ্ট্রপ্রধানদের জন্য প্রধান উপদেষ্টার পক্ষ থেকে আম উপহার ১৬ জুলাই রাষ্ট্রীয় শোক দিবস জুলাইয়ের প্রথম ১৩ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১১৯ কোটি ডলার যুক্তরাষ্ট্রে বেনজীর আহমেদের দুটি সম্পদ ও চারটি ব্যাংক হিসাব জব্দের আদেশ কাপ্তাইয়ে ভয়াবহ লোডশেডিংয়ে স্থবির জনজীবন, বিদ্যুৎ কেন্দ্রের পাশেই চরম সংকট চরমোনাই দরবারে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ও জুলাই অভ্যুত্থান স্মরণ কারানির্যাতিত ফারাবি, সাইমন, আসাদুল্লাহ সহ সকল মজলুমদের মুক্তির দাবিতে বাঙালী মুসলিম যুব সংঘের মানববন্ধন অনুষ্ঠিত বাফুফের ২০ কোটি টাকার হিসাব খতিয়ে দেখছে ক্রীড়া মন্ত্রণালয় রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকায় সভা-সমাবেশে নিষেধাজ্ঞা জারি ৩০ দিনের মধ্যে মিনিকেট চাল বাজারজাত বন্ধের নির্দেশ ডিএমপির সহকারী কমিশনার গোলাম রুহানী সাময়িক বরখাস্ত

গোপালগঞ্জে এনসিপির পদযাত্রায় ছাত্রলীগ-আ.লীগের হামলা, ইউএনওর গাড়ি বহরে ভাঙচুর

  • আপলোড সময় : ১৬-০৭-২০২৫ ১২:২২:৩৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৭-২০২৫ ১২:২২:৩৮ অপরাহ্ন
গোপালগঞ্জে এনসিপির পদযাত্রায় ছাত্রলীগ-আ.লীগের হামলা, ইউএনওর গাড়ি বহরে ভাঙচুর গোপালগঞ্জে ইউএনওর গাড়ি বহরে হামলা। ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কর্মসূচির অংশ ‘জুলাই পদযাত্রা’কে কেন্দ্র করে গোপালগঞ্জ সদরে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) গাড়ি বহরে হামলা ও ভাঙচুর চালিয়েছে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। বুধবার (১৬ জুলাই) দুপুরে সদর উপজেলার গান্ধিয়াশুর এলাকায় এ ঘটনা ঘটে। এতে কয়েকজন আহত হয়েছেন।
 

ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এম রকিবুল হাসান। তিনি বলেন, “আজ শহরের পৌর পার্কে এনসিপির কেন্দ্রীয় নেতাদের অংশগ্রহণে একটি পদযাত্রা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু পদযাত্রা বানচালের উদ্দেশ্যে ছাত্রলীগ ও আওয়ামী লীগের সমর্থকরা গান্ধিয়াশুর এলাকায় আমাদের গাড়িবহরে হামলা চালায় এবং কয়েকটি গাড়ি ভাঙচুর করে।”
 

এদিকে একই কর্মসূচিকে কেন্দ্র করে সকালে গোপালগঞ্জ সদর উপজেলার উলপুর এলাকায় পুলিশের গাড়িতে আগুন দেয় ছাত্রলীগের নেতা-কর্মীরা। ঘটনার সত্যতা নিশ্চিত করে গোপালগঞ্জের পুলিশ সুপার মো. মিজানুর রহমান বলেন, “এনসিপির পদযাত্রাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। উলপুরে পুলিশের গাড়িতে আগুন লাগিয়ে পরিস্থিতি আরও অস্থির করা হয়।”
 

এই দুই ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে হামলায় কারা প্রত্যক্ষভাবে জড়িত, তা নিশ্চিত করতে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।
 

পদযাত্রায় অংশ নিতে আসা এনসিপির নেতাকর্মীরা অভিযোগ করেছেন, সরকার সমর্থিত সংগঠনের হামলায় তাদের শান্তিপূর্ণ কর্মসূচি বাধাগ্রস্ত করা হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
 

ঘটনার পর পরই সদর ও আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার-4

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইসির প্রতীকে যুক্ত হচ্ছে দাঁড়িপাল্লা

ইসির প্রতীকে যুক্ত হচ্ছে দাঁড়িপাল্লা