ম্যানচেস্টার সিটি ও ক্রীড়া সামগ্রী প্রস্তুতকারক প্রতিষ্ঠান পুমার মধ্যকার নতুন স্পনসরশিপ চুক্তিটি প্রিমিয়ার লিগ ইতিহাসের সবচেয়ে বড় চুক্তি হিসেবে বিবেচিত হচ্ছে। ২০১৯ সালে যে চুক্তি শুরু হয়েছিল, তার বাৎসরিক মূল্য ছিল ৬৫ মিলিয়ন পাউন্ড এবং মেয়াদ ছিল ২০২৯ সাল পর্যন্ত। এবার নতুন চুক্তিটি আগের সব চুক্তিকে ছাড়িয়ে গেছে।
পূর্বে, ম্যানচেস্টার ইউনাইটেড ২০২৩ সালের জুলাইয়ে অ্যাডিডাসের সঙ্গে ১০ বছরের জন্য ৯০০ মিলিয়ন পাউন্ডের চুক্তি করেছিল এবং লিভারপুলও অ্যাডিডাসের সঙ্গে প্রতি মৌসুমে প্রায় ৬০ মিলিয়ন পাউন্ডের চুক্তিতে পৌঁছায়। তবে ম্যানসিটির নতুন চুক্তিটি সেইসবকেই পেছনে ফেলেছে।
সিটি ফুটবল গ্রুপের সিইও ফেরান সোরিয়ানো বলেছেন, “আমরা পুমার সঙ্গে অংশীদার হয়েছিলাম নতুন উচ্চতায় পৌঁছাতে। গত ছয় বছরে আমরা তার চেয়েও বেশি কিছু অর্জন করেছি। আজকের এই চুক্তি আমাদের পারস্পরিক সম্পর্ককে আরও গভীর ও ভবিষ্যতের জন্য শক্ত ভিত্তিতে দাঁড় করাবে।”
২০১৯ সালে পুমার সঙ্গে প্রথম চুক্তির পর, পেপ গার্দিওলার অধীনে সিটি ক্লাবটি চারটি প্রিমিয়ার লিগ শিরোপা এবং একটি ঐতিহাসিক ট্রেবল—প্রিমিয়ার লিগ, এফএ কাপ এবং চ্যাম্পিয়নস লিগ—জয় করে। এই সাফল্যই সম্ভবত নতুন চুক্তিকে করেছে আরও অর্থবহ ও বিশাল।