কিংস্টনে মাত্র তিন দিনেই শেষ হয়ে গেল অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার টেস্ট ম্যাচ। মিচেল স্টার্ক ও স্কট বোল্যান্ডের বিধ্বংসী বোলিংয়ে ২৭ রানে অলআউট হয়ে যায় স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। ম্যাচে একগাদা রেকর্ড গড়ে টেস্ট ইতিহাসে জায়গা করে নিল এই ম্যাচ।
স্টার্কের দ্রুততম ফাইফার
মিচেল স্টার্ক মাত্র ১৫ বলে ৫ উইকেট শিকার করে টেস্ট ইতিহাসের দ্রুততম ফাইফারের রেকর্ড গড়েছেন। প্রথম ওভারে ৩ উইকেট এবং তৃতীয় ওভারে আরও ২ উইকেট নিয়ে মাত্র ১৫ বলেই ক্যারিবিয়ান ব্যাটিং লাইনআপ ধসিয়ে দেন তিনি। একই ম্যাচে তিনি তার ৪০০তম টেস্ট উইকেটের মাইলফলকও ছুঁয়েছেন।
ওয়েস্ট ইন্ডিজের লজ্জাজনক ইনিংস
ওয়েস্ট ইন্ডিজ তাদের দ্বিতীয় ইনিংসে থামে মাত্র ২৭ রানে, যা টেস্ট ইতিহাসে দ্বিতীয় সর্বনিম্ন দলগত স্কোর। ১৯৫৫ সালে নিউজিল্যান্ড ২৬ রানে অলআউট হয়েছিল। এ ইনিংসটি থামে মাত্র ১৪.৩ ওভারে, যা টেস্টে তৃতীয় দ্রুততম অলআউট ইনিংস।
শূন্য রানে সাত ব্যাটার
অবিশ্বাস্যভাবে ক্যারিবিয়ানদের সাতজন ব্যাটার শূন্য রানে আউট হয়েছেন। টেস্ট ইতিহাসে এক ইনিংসে এত বেশি শূন্য রানে আউট হওয়ার ঘটনা এটিই প্রথম।
বোল্যান্ডের হ্যাটট্রিক
অস্ট্রেলিয়ান পেসার স্কট বোল্যান্ডও কম যাননি। তিনি হ্যাটট্রিক করে টেস্টে অস্ট্রেলিয়ার হয়ে দশম বোলার হিসেবে এই কীর্তি গড়েন। গোলাপি বলের টেস্টে তিনিই প্রথম অজি হ্যাটট্রিক হিরো।
১০৪৫ বলেই শেষ টেস্ট
চার ইনিংস মিলিয়ে পুরো ম্যাচে খেলা হয়েছে মাত্র ১০৪৫টি বল, যা ১৯১০ সালের পর চার ইনিংসের টেস্টে সর্বনিম্ন বল খেলার রেকর্ড। টেস্ট ইতিহাসে এটি চতুর্থ সর্বনিম্ন।
অস্ট্রেলিয়ার ভয়ঙ্কর পেস আক্রমণের বিপরীতে ক্যারিবিয়ানরা যেন দাঁড়াতেই পারেনি। কিংস্টন টেস্টে যেন পুনরায় লেখা হলো ক্রিকেট ইতিহাসের এক নজিরবিহীন অধ্যায়।