সোমবার (১৪ জুলাই) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেন।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের একই সময়ে দেশে এসেছিল ৯৭ কোটি ৯০ লাখ ডলার রেমিট্যান্স। সে হিসাবে চলতি বছরে রেমিট্যান্স বেড়েছে ২১ কোটি ৫০ লাখ ডলার বা প্রায় ২ হাজার ৬০১ কোটি টাকা।
এর আগে সদ্যসমাপ্ত ২০২৪-২৫ অর্থবছরের শেষ মাস জুনে দেশে রেমিট্যান্স এসেছিল প্রায় ২৮১ কোটি ৮০ লাখ ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ৩৪ হাজার ৪০৪ কোটি টাকার বেশি।