ঢাকা , মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫ , ৩১ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জুলাইয়ের প্রথম ১৩ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১১৯ কোটি ডলার যুক্তরাষ্ট্রে বেনজীর আহমেদের দুটি সম্পদ ও চারটি ব্যাংক হিসাব জব্দের আদেশ কাপ্তাইয়ে ভয়াবহ লোডশেডিংয়ে স্থবির জনজীবন, বিদ্যুৎ কেন্দ্রের পাশেই চরম সংকট চরমোনাই দরবারে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ও জুলাই অভ্যুত্থান স্মরণ কারানির্যাতিত ফারাবি, সাইমন, আসাদুল্লাহ সহ সকল মজলুমদের মুক্তির দাবিতে বাঙালী মুসলিম যুব সংঘের মানববন্ধন অনুষ্ঠিত বাফুফের ২০ কোটি টাকার হিসাব খতিয়ে দেখছে ক্রীড়া মন্ত্রণালয় রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকায় সভা-সমাবেশে নিষেধাজ্ঞা জারি ৩০ দিনের মধ্যে মিনিকেট চাল বাজারজাত বন্ধের নির্দেশ ডিএমপির সহকারী কমিশনার গোলাম রুহানী সাময়িক বরখাস্ত নৌকা প্রতীক এখনই বাদ নয়, শাপলাও অন্তর্ভুক্ত হচ্ছে না: ইসি ৩৯ প্রভাবশালীর দখলে থাকা সরকারি জায়গা উদ্ধারে চট্টগ্রামে পাউবো’র অভিযান এক বিষয়ে পরীক্ষা দিয়ে ফলাফলে দুই বিষয়ে ফেল, শিক্ষার্থী হতবাক! সায়মা ওয়াজেদ অনির্দিষ্টকালের জন্য ছুটিতে! সোহাগ হত্যা প্রমাণ করে, বিএনপি নিয়ন্ত্রণহীন হয়ে উঠেছে : এনসিপি সোহাগ হত্যা: হেফাজতে ইসলামের নিন্দা ও খুনিদের শাস্তির দাবি মিটফোর্ডে ব্যবসায়ী হত্যা: গ্রেফতার প্রক্রিয়া জানালো ডিএমপি, অপতথ্য না ছড়ানোর অনুরোধ ভেড়ামারায় স্বেচ্ছাসেবক দলের নেতার বাড়িতে হামলা, আগুন চাঁদাবাজদের বিরুদ্ধে ঘরে ঘরে প্রতিরোধ গড়ে তোলার আহ্বানঃ মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ চাঁদপুরে মহানবী (সা.) এর প্রতি ‘অসম্মান’ করার অভিযোগে খতিবকে কুপিয়ে জখম, হামলাকারী আটক মিটফোর্ডে ব্যবসায়ী হত্যা ও সহিংসতার প্রতিবাদে জবিতে বিক্ষোভ মিছিল

কাপ্তাইয়ে ভয়াবহ লোডশেডিংয়ে স্থবির জনজীবন, বিদ্যুৎ কেন্দ্রের পাশেই চরম সংকট

  • আপলোড সময় : ১৫-০৭-২০২৫ ০৪:১০:২৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৭-২০২৫ ০৪:১০:২৬ পূর্বাহ্ন
কাপ্তাইয়ে ভয়াবহ লোডশেডিংয়ে স্থবির জনজীবন, বিদ্যুৎ কেন্দ্রের পাশেই চরম সংকট ছবি: সংগৃহীত
জাতীয় গ্রিডে প্রতিদিন গড়ে ২৩০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করলেও কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের পাশের কাপ্তাই উপজেলায় বিদ্যুতের চরম সংকটে দুর্ভোগে পড়েছে সাধারণ মানুষ। দিনের পর দিন লোডশেডিং, হঠাৎ বিভ্রাট—সব মিলিয়ে শিক্ষা, স্বাস্থ্য, প্রশাসন ও ব্যবসা-বাণিজ্যের কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
 
স্থানীয়রা জানান, শুধু দিনের বেলায় নয়, নিয়মিতভাবে ধর্মীয় উপাসনার সময়েও বিদ্যুৎ থাকে না। মুসলমানদের নামাজ, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান সম্প্রদায়ের উপাসনার সময়েও বিদ্যুৎ না থাকায় ক্ষোভ বাড়ছে। কেউ কেউ এটিকে ‘ইচ্ছাকৃত বিদ্যুৎ বিভ্রাট’ বলেও অভিযোগ করছেন।
 
সচেতন মহলের অভিযোগ, গত বছরের ৫ আগস্টের পর বিদ্যুৎ বিভ্রাট বেড়েছে। তারা আশঙ্কা করছেন, কাপ্তাই আবাসিক প্রকৌশল কার্যালয় ও কন্ট্রোল রুম থেকে পূর্বশত্রুতার বশে পরিস্থিতি তৈরি করা হচ্ছে। বিদ্যুৎ বিভাগের কিছু কর্মকর্তা-কর্মচারী রাজনৈতিক স্বার্থে সাধারণ মানুষকে প্রতিশোধের লক্ষ্যবস্তুতে পরিণত করছেন বলেও অভিযোগ ওঠেছে।
 
কাপ্তাই নতুন বাজার বণিক কল্যাণ সমবায় সমিতির সভাপতি মো. জয়নাল আবেদীন জানান, “প্রতিদিন গড়ে ১৫–২০ বার বিদ্যুৎ যায়, একেকবারে ২–৩ ঘণ্টা করে। এতে ব্যবসায়ীরা চরম ক্ষতির মুখে পড়ছেন।”
 
অঞ্চলের সরকারি দপ্তর, এনজিও, শিল্পকারখানা, ব্যাংক-বীমা, শিক্ষাপ্রতিষ্ঠানসহ প্রায় সব কার্যক্রম বিদ্যুৎ নির্ভর। কিন্তু দীর্ঘস্থায়ী বিদ্যুৎ সংকটে এসব প্রতিষ্ঠান কার্যত অচল হয়ে পড়েছে।
 
সামাজিক মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া জানাচ্ছেন স্থানীয়রা। একজন লিখেছেন, “ঝড় নেই, বৃষ্টি নেই, তবুও বিদ্যুৎ নেই।” আরেকজন বলেন, “বাতির নিচেই সবচেয়ে বেশি অন্ধকার, কাপ্তাই পিডিবি যেন পল্লী বিদ্যুৎকেও হার মানিয়েছে।”
 
এ বিষয়ে চন্দ্রঘোনা আবাসিক বিদ্যুৎ বিতরণ বিভাগের দায়িত্বপ্রাপ্ত প্রকৌশলী এ কে এম শামসুল আরেফিনের বক্তব্য নিতে চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
 
ক্ষুব্ধ ভুক্তভোগীরা হুঁশিয়ারি দিয়েছেন, দ্রুত ব্যবস্থা না নিলে বৃহত্তর আন্দোলনের পথে যেতে বাধ্য হবেন।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার-1

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কূটনীতির দরজা এখনও খোলা: ইরানি প্রেসিডেন্ট

কূটনীতির দরজা এখনও খোলা: ইরানি প্রেসিডেন্ট