চট্টগ্রামে ডেঙ্গুতে বৃদ্ধের মৃত্যু, নতুন আক্রান্ত ২৩
- আপলোড সময় : ১৫-০৭-২০২৫ ০১:৪৩:০১ পূর্বাহ্ন
- আপডেট সময় : ১৫-০৭-২০২৫ ০১:৪৩:০১ পূর্বাহ্ন

চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৬৫ বছর বয়সী এক বৃদ্ধ মারা গেছেন। পটিয়ার বাসিন্দা নুরুল আলম নামের ওই বৃদ্ধ চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত শনিবার মারা যান। তিনি একদিনে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এ নিয়ে চট্টগ্রামে মোট মৃত্যু হয়েছে ৩ জনের। এছাড়া চট্টগ্রামে গতকাল নতুন করে ডেঙ্গু হয়েছে ২৩ জন এবং চলতি বছর মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৬০৯ জন। এছাড়া চলতি জুলাই মাসে আক্রান্ত হয়েছেন ১৬৪ জন। গতকাল চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে। প্রতিবেদনে আরো জানা গেছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ২৩ জনের মধ্যে সরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন ১৫ জন এবং বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন ৮ জন রোগী।
নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ