আগামী বছরের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজন করতে হবে—এ দাবি জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে অস্থিতিশীলতা তৈরি করে নির্বাচনকে বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র চলছে। জনগণের ভোটাধিকার হরণে সক্রিয় রয়েছে একটি মহল।
সোমবার (১৪ জুলাই) রাজধানীতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে বিএনপি আয়োজিত বিক্ষোভ মিছিলে তিনি এসব কথা বলেন।
তিনি অভিযোগ করেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে অশালীন স্লোগানের মাধ্যমে দলটিকে কোণঠাসা করার অপচেষ্টা চলছে। “তবে বিএনপি সেই দল, যেটি বারবার ঘুরে দাঁড়িয়েছে—ফিনিক্স পাখির মতো পুনর্জাগরণ ঘটাতে জানে,” বলেন তিনি।
মির্জা ফখরুল আরও জানান, ফ্যাসিস্ট শাসনের বিরুদ্ধে বিএনপি জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলন করছে। তিনি মন্তব্য করেন, লন্ডন বৈঠকের পর যারা বিএনপি ও তারেক রহমানকে লক্ষ্য করে অপপ্রচার চালাচ্ছে, তারা গণতন্ত্র ও দেশের শত্রু।
নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta
“নির্বাচন ঠেকাতে চক্রান্ত চলছে, বিএনপি ফাঁদে পা দেবে না”—মির্জা ফখরুল
- আপলোড সময় : ১৪-০৭-২০২৫ ১১:১৯:০৭ অপরাহ্ন
- আপডেট সময় : ১৪-০৭-২০২৫ ১১:১৯:০৭ অপরাহ্ন

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ