বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ হলেন ড. মোহাম্মদ আক্তার হোসেন। আগামী দুই বছরের জন্য তাকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।
সোমবার (১৪ জুলাই) কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ড. মোহাম্মদ আক্তার হোসেনকে বাংলাদেশ ব্যাংকে প্রধান অর্থনীতিবিদ পদে দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান হয়েছে। বাংলাদেশ ব্যাংকের সাথে চুক্তির শর্তাবলী অনুযায়ী তার চাকরি পরিচালিত হবে।