রোববার (১৩ জুলাই) সন্ধ্যায় সাংবাদিকদের তিনি বলেন, “যেহেতু দলটির বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, তাই ইসির প্রতীক তালিকা থেকে নৌকা বাদ দেওয়ার সুযোগ নেই।”
তিনি আরও জানান, নতুন দল হিসেবে ‘শাপলা’ প্রতীক চাইলেও তা এখনই তফসিলে অন্তর্ভুক্ত হচ্ছে না, কারণ এটি বর্তমানে নির্বাচন কমিশনের তালিকাভুক্ত প্রতীকের মধ্যে নেই।
এর আগে এনসিপির প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক করে নৌকা প্রতীক বাদ দিয়ে শাপলা প্রতীক যুক্ত করার দাবি তোলে।