জিম্বাবুয়ে ও দক্ষিণ আফ্রিকার ম্যাচ দিয়ে আগামীকাল থেকে হারারেতে শুরু হচ্ছে ত্রিদেশীয় টি-২০ সিরিজ। সিরিজের অন্য দলটি হল নিউজিল্যান্ড। কিউইরা এই সিরিজের জন্য গত ২৭ জুন দল ঘোষণা করেছিল।
নিউজিল্যান্ডের ঘোষিত ১৫ সদস্যের দলে ছিলেন ফিন অ্যালেন। সান ফ্রান্সিস্কো ইউনিকর্নের হয়ে মেজর লিগ ক্রিকেট (এমএলসি) খেলার সময় পায়ে চোট পেয়েছেন তিনি। ফলে ছিটকে গেছেন ত্রিদেশীয় সিরিজ থেকে। এমএলসিতে ৯ ম্যাচে ৩৩৩ রান করেছিলেন তিনি। তার জায়গায় প্রায় এক বছর ধরে টি-টোয়েন্টি দলের বাইরে থাকা ডেভন কওয়েকে ডেকেছে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)।
গত বছরের জুনে শেষবার জাতীয় দলের হয়ে টি-২০ খেললেও কনওয়ে ফ্র্যাঞ্চাইজি লিগে নিয়মিতই খেলে যাচ্ছেন। খেলেছেন মেজর লিগ ক্রিকেটেও। টেক্সাস সুপার কিংসের হয়ে ৪ ম্যাচে ১২৭.২৫ স্ট্রাইকরেটে তিনি করেছেন ১৩৫ রান।