শনিবার (১২ জুলাই) ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানান, ৯ জুলাই মিটফোর্ড হাসপাতালের তিন নম্বর গেটের সামনে ঘটে যাওয়া হত্যাকাণ্ডের খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
তিনি বলেন, ঘটনাস্থল থেকেই প্রধান অভিযুক্ত মাহমুদুল হাসান মহিনকে গ্রেফতার করা হয়। তার জবানবন্দি অনুযায়ী, আরও এক অভিযুক্ত তারেক রহমান রবিনকে আটক করা হয়। পুলিশের প্রাথমিক তদন্তে এদের সঙ্গে জড়িত আরও কয়েকজনের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে, যা তদন্তে সহায়ক ভূমিকা রাখছে।
ডিসি তালেবুর রহমান আরও বলেন, “ঘটনাটি নিয়ে কিছু ব্যক্তি সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছেন, যা কাম্য নয়। আমরা সবাইকে অনুরোধ করছি, সঠিক তথ্যের প্রতি আস্থা রাখুন এবং পুলিশের তদন্তে সহযোগিতা করুন।”
ডিএমপির পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনায় জড়িত অন্যদের গ্রেফতারে অভিযান চলছে। অপরাধীদের রাজনৈতিক পরিচয় যাই হোক না কেন, কাউকেই আইনের ঊর্ধ্বে রাখা হবে না।