পুরান ঢাকায় ব্যবসায়ী হত্যাকাণ্ডের প্রতিবাদে ঝালকাঠিতে শিক্ষার্থীদের বিক্ষোভ
- আপলোড সময় : ১২-০৭-২০২৫ ০৪:০০:০৩ অপরাহ্ন
- আপডেট সময় : ১২-০৭-২০২৫ ০৪:০০:০৩ অপরাহ্ন

রাজধানীর পুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালের সামনে ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে মো. সোহাগ (৪৩) কে পাথর দিয়ে মাথায় আঘাত করে হত্যার ঘটনায় দেশজুড়ে নিন্দার ঝড় উঠেছে। এই ঘটনার প্রতিবাদে ঝালকাঠিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সাধারণ শিক্ষার্থীরা।
শনিবার (১২ জুলাই) সকাল ১১টায় ঝালকাঠি শহরের ফায়ার সার্ভিস মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে মিছিল নিয়ে প্রেসক্লাব চত্বরে এসে বিক্ষোভ সমাবেশে করে।
সমাবেশে বক্তব্য দেন শিক্ষার্থী রাইয়ান বিন কামাল, ইয়াসিন ফেরদৌস ইফতি, শাহরিয়ার দিপু, লিমা ও স্বর্ণা। এসকল বক্তারা বলেন, এটি শুধু একটি হত্যাকাণ্ড নয়, এটি রাষ্ট্র ও মানবতার উপর একটি আঘাত। দিনের আলোয় যেভাবে পাথর দিয়ে একজন মানুষকে হত্যা করা হয়েছে, তা মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানায়।
তারা অভিযোগ করেন, এ ঘটনায় জড়িতরা বিএনপির সহযোগী সংগঠন যুবদলের কর্মী। বক্তারা অবিলম্বে হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পাশাপাশি তারা বিএনপির নেতাকর্মীদের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন।
উল্লেখ্য যে গত ৯ জুলাই সন্ধ্যা ৬টার দিকে মিটফোর্ড হাসপাতালের ৩ নম্বর গেটসংলগ্ন রজনী ঘোষ লেনে লাল চাঁদকে নির্মমভাবে হত্যা করা হয়। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয় শুক্রবার (১১ জুলাই)। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, ৪ -৫ জন যুবক মিলে রাস্তায় ফেলে এক ব্যক্তির মাথায় উপর্যুপরি বড় পাথর দিয়ে আঘাত করছে। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার-6
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ