বৃহস্পতিবার (১০ জুলাই) দূতাবাসের ফেসবুক পেজে প্রকাশিত এক বার্তায় জানানো হয়, ডিএস-১৬০ ভিসা ফর্মে আবেদনকারীদের বিগত ৫ বছরে ব্যবহৃত সকল সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যবহারকারী নাম বা হ্যান্ডেল বাধ্যতামূলকভাবে উল্লেখ করতে হবে।
আবেদনপত্রে দেওয়া সব তথ্য সঠিক ও সত্য বলে স্বীকার করে আবেদনকারীদের স্বাক্ষরের মাধ্যমে ফর্ম জমা দিতে হবে।
দূতাবাস সতর্ক করে জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য গোপন করলে ভিসা আবেদন বাতিল হতে পারে এবং ভবিষ্যতে মার্কিন ভিসা পাওয়ার অযোগ্যতা তৈরি হতে পারে।