অর্থ মন্ত্রণালয়ের বাজেট অনুবিভাগ-১ এর উপসচিব মোহাম্মদ জাকির হোসেনের সই করা এ পরিপত্র ৮ জুলাই জারি করা হয়।
পরিপত্রে জানানো হয়, ২০২৫-২৬ অর্থবছরেও ব্যয় সাশ্রয় বা কৃচ্ছ্রসাধনের নীতি অনুসরণ করছে সরকার। এর আওতায় সরকারি অর্থায়নে সব ধরনের বৈদেশিক কর্মশালা, সেমিনারে অংশগ্রহণ বন্ধ ঘোষণা করা হয়েছে। গাড়ি, জাহাজ ও বিমান কেনা যাবে না। পরিচালন বাজেটের আওতায় ভূমি অধিগ্রহণ এবং থোক ব্যয়ও বন্ধ থাকবে।
গত ১ জুলাই থেকে বাস্তবায়ন শুরু হওয়া ৭ লাখ ৯০ হাজার কোটি টাকার বাজেটের অংশ হিসেবে এসব সিদ্ধান্ত বাস্তবায়ন করা হচ্ছে।
পরিপত্র অনুযায়ী, স্কলারশিপ বা ফেলোশিপের আওতায় হলে, সরকারি অর্থায়নে বিদেশে মাস্টার্স ও পিএইচডি পড়তে যাওয়া যাবে। অন্য দেশ বা উন্নয়ন সহযোগী সংস্থার আমন্ত্রণে বিদেশে প্রশিক্ষণেও বাধা থাকবে না।
পিএসআই ও এফএটি কার্যক্রমের আওতায় বিদেশ ভ্রমণে বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটির ২ জানুয়ারির নির্দেশনা কঠোরভাবে অনুসরণ করতে হবে এবং একান্ত প্রয়োজন হলে প্রধান উপদেষ্টার কার্যালয়ের অনুমোদন নিতে হবে।
পুরোনো ১০ বছরের বেশি সময়ের মোটরযান প্রতিস্থাপন করতে চাইলে অর্থ বিভাগের অনুমোদন নিয়ে ব্যয় করা যাবে বলে পরিপত্রে উল্লেখ রয়েছে।