ঢাকা , শুক্রবার, ১১ জুলাই ২০২৫ , ২৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বৈরী আবহাওয়ায় বঙ্গোপসাগরে ট্রলারডুবি, পাথরঘাটার ৩ জেলে নিখোঁজ ঝড়ো হাওয়ার সম্ভাবনা, ৭ অঞ্চলের নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের ১৮ কর্মকর্তার বাধ্যতামূলক অবসর! সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য গোপন করলে বাতিল হতে পারে মার্কিন ভিসা ঢাকায় জাতিসংঘ মানবাধিকার কার্যালয় স্থাপনে উপদেষ্টা পরিষদের অনুমোদন বাংলাদেশিদের ওপর হবে নিপাহ ভাইরাসের ভ্যাকসিনের ট্রায়াল শরীরে ক্যালসিয়ামের ঘাটতির লক্ষণ ও সমাধান চলতি অর্থবছরে ব্যয় সংকোচনে সরকার: যানবাহন ও ভবন নির্মাণে কড়াকড়ি নির্দেশনা এসএসসি ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু ১১ জুলাই এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ: পাসের হার ৬৮.৪৫ শতাংশ বাড়ছে গোমতীর পানি, ডুবছে চরের ফসল ‘জুলফিকার’ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলি বিমানবন্দরে হামলা হুথিদের সৈনিকরা জীবন দিয়ে হলেও দেশের মাটি রক্ষা করবে : বিজিবি ডিজি জুলাই গণহত্যার দায় স্বীকার, রাজসাক্ষী হলেন সাবেক আইজিপি মামুন ইসি থেকে তালিকা আইন মন্ত্রণালয়ে, যুক্ত হচ্ছে ৪৬ প্রতীক মুদ্রাস্ফীতি কমাতে চাহিদা-জোগান সমন্বয়ের তাগিদ বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নরের নারী কর্মকর্তাদের ‘স্যার’ সম্বোধন বাতিলের চূড়ান্ত সিদ্ধান্ত উপদেষ্টা পরিষদের ফেনী ও নোয়াখালীতে বন্যা পরিস্থিতি নিয়ে আলোচনা উপদেষ্টা পরিষদে সেনাপ্রধানকে জড়িয়ে প্রেসিডেন্টের পদত্যাগের গুঞ্জন, প্রত্যাখ্যান করল পাকিস্তান সরকার ২৭ মে থেকে গাজায় ত্রাণকেন্দ্রে ৭৭০ জনের বেশি ফিলিস্তিনিকে হত্যা

চলতি অর্থবছরে ব্যয় সংকোচনে সরকার: যানবাহন ও ভবন নির্মাণে কড়াকড়ি নির্দেশনা

  • আপলোড সময় : ১১-০৭-২০২৫ ১২:১৭:৩৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১১-০৭-২০২৫ ১২:২২:২৭ পূর্বাহ্ন
চলতি অর্থবছরে ব্যয় সংকোচনে সরকার: যানবাহন ও ভবন নির্মাণে কড়াকড়ি নির্দেশনা
চলতি অর্থবছরে পরিচালন বাজেটের আওতায় থোক বরাদ্দ থেকে যানবাহন ক্রয় ও ভূমি অধিগ্রহণ খাতে সব ধরনের অর্থ ব্যয় বন্ধ করে পরিপত্র জারি করেছে সরকার। পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য ও কৃষি মন্ত্রণালয় সংশ্লিষ্ট স্থাপনা ছাড়া নতুন আবাসিক, অনাবাসিক বা অন্যান্য ভবন নির্মাণও বন্ধ থাকবে। তবে চলমান নির্মাণকাজ ন্যূনতম ৫০ শতাংশ সম্পন্ন হয়ে থাকলে অর্থ বিভাগের অনুমোদন সাপেক্ষে ব্যয় করা যাবে।
 
অর্থ মন্ত্রণালয়ের বাজেট অনুবিভাগ-১ এর উপসচিব মোহাম্মদ জাকির হোসেনের সই করা এ পরিপত্র ৮ জুলাই জারি করা হয়।
 
পরিপত্রে জানানো হয়, ২০২৫-২৬ অর্থবছরেও ব্যয় সাশ্রয় বা কৃচ্ছ্রসাধনের নীতি অনুসরণ করছে সরকার। এর আওতায় সরকারি অর্থায়নে সব ধরনের বৈদেশিক কর্মশালা, সেমিনারে অংশগ্রহণ বন্ধ ঘোষণা করা হয়েছে। গাড়ি, জাহাজ ও বিমান কেনা যাবে না। পরিচালন বাজেটের আওতায় ভূমি অধিগ্রহণ এবং থোক ব্যয়ও বন্ধ থাকবে।
 
গত ১ জুলাই থেকে বাস্তবায়ন শুরু হওয়া ৭ লাখ ৯০ হাজার কোটি টাকার বাজেটের অংশ হিসেবে এসব সিদ্ধান্ত বাস্তবায়ন করা হচ্ছে।
 
পরিপত্র অনুযায়ী, স্কলারশিপ বা ফেলোশিপের আওতায় হলে, সরকারি অর্থায়নে বিদেশে মাস্টার্স ও পিএইচডি পড়তে যাওয়া যাবে। অন্য দেশ বা উন্নয়ন সহযোগী সংস্থার আমন্ত্রণে বিদেশে প্রশিক্ষণেও বাধা থাকবে না।
 
পিএসআই ও এফএটি কার্যক্রমের আওতায় বিদেশ ভ্রমণে বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটির ২ জানুয়ারির নির্দেশনা কঠোরভাবে অনুসরণ করতে হবে এবং একান্ত প্রয়োজন হলে প্রধান উপদেষ্টার কার্যালয়ের অনুমোদন নিতে হবে।
 
পুরোনো ১০ বছরের বেশি সময়ের মোটরযান প্রতিস্থাপন করতে চাইলে অর্থ বিভাগের অনুমোদন নিয়ে ব্যয় করা যাবে বলে পরিপত্রে উল্লেখ রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার-1

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চলতি অর্থবছরে ব্যয় সংকোচনে সরকার: যানবাহন ও ভবন নির্মাণে কড়াকড়ি নির্দেশনা

চলতি অর্থবছরে ব্যয় সংকোচনে সরকার: যানবাহন ও ভবন নির্মাণে কড়াকড়ি নির্দেশনা