আদালত পুলিশের পরিদর্শক মো. গোলাম জিলানী জানান, মামলার তদন্তকারী কর্মকর্তা সাত দিনের রিমান্ড আবেদন করেছিলেন, তবে শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে সকালে কড়া নিরাপত্তায় আতাউল্লাহকে আদালতে হাজির করা হয়। আদেশের পর তাকে আবারও জেলা কারাগারে পাঠানো হয়েছে। নির্ধারিত সময় অনুযায়ী তদন্ত কর্মকর্তা রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করবেন।
২০২০ সালের ৬ অক্টোবর কুতুপালং ক্যাম্পে দুই পক্ষের সংঘর্ষে চার রোহিঙ্গা নিহত হয়। সেই ঘটনায় দায়ের হওয়া মামলায় আতাউল্লাহ জুনুনি এজাহারভুক্ত আসামি। মামলাটি বর্তমানে সিআইডি তদন্ত করছে।
উল্লেখ্য, ২০২৫ সালের ১৮ মার্চ রাতে নারায়ণগঞ্জ ও ময়মনসিংহে অভিযান চালিয়ে আতাউল্লাহসহ ছয়জনকে গ্রেফতার করে র্যাব।