ফুলগাজী-পরশুরামের আশ্রয়কেন্দ্রে হাজারো মানুষের ভীড়
- আপলোড সময় : ১০-০৭-২০২৫ ১২:০৯:২০ পূর্বাহ্ন
- আপডেট সময় : ১০-০৭-২০২৫ ১২:০৯:২০ পূর্বাহ্ন

ফেনীর ফুলগাজী ও পরশুরাম উপজেলায় বন্যা পরিস্থিতি মোকাবিলায় নানা প্রস্তুতি নিয়েছে জেলা প্রশাসন। বুধবার (৯ জুলাই) ঝুঁকিপূর্ণ এলাকার মানুষদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিতে দুই উপজেলায় মোট ১৩১টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। ইতিমধ্যে আশ্রয় কেন্দ্রগুলোতে প্রায় দেড় হাজার মানুষ আশ্রয় নিয়েছে। দুর্গতদের জন্য শুকনো খাবার ও রান্না করা খাবারের জন্য সাড়ে ছয় লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
বুধবার (৯ জুলাই) ফেনী জেলা প্রশাসক সাইফুল ইসলাম এ তথ্যটি নিশ্চিত করেছেন।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ফুলগাজী উপজেলায় ৩২টি মাধ্যমিক বিদ্যালয় ও ৬৭টি প্রাথমিক বিদ্যালয় এবং পরশুরাম উপজেলায় ৩২টি শিক্ষাপ্রতিষ্ঠানকে আশ্রয়কেন্দ্র হিসেবে প্রস্তুত করা হয়েছে। ইতিমধ্যে এসব আশ্রয়কেন্দ্রে তিন শতাধিক পরিবারের ১৫৩২ জন আশ্রয় নিয়েছে। এছাড়া আশ্রয়কেন্দ্রে ২০৫টি গবাদি পশু আনা হয়েছে। এদিকে আশ্রয়কেন্দ্রগুলোতে শুকনো খাবার, রান্না করা খাবার ও বিশুদ্ধ পানি নিশ্চিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।
ফেনী পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী আবুল কাশেম বলেন, নদীর পানি এখনও বিপদ সীমার ৬৮ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। উজানে বৃষ্টি অব্যাহত থাকলে আরও বাঁধ ভাঙনের আশঙ্কা রয়েছে।
নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার-6
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ