হাইকমিশন সূত্র জানিয়েছে, দুই দিনের সফরে মালয়েশিয়ায় অবস্থান করবেন তৌহিদ হোসেন। ৮-১১ জুলাই এআরএফের মন্ত্রী পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে, আর তিনি ১২ জুলাই দেশে ফিরবেন।
এ সফরের প্রেক্ষাপটে রয়েছে মালয়েশিয়ায় সম্প্রতি জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে ৩৬ জন বাংলাদেশির গ্রেপ্তার। বিষয়টি দেশি গণমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে। এমন সময়েই মালয়েশিয়া সফরে গেলেন পররাষ্ট্র উপদেষ্টা।
এআরএফ বৈঠকের ফাঁকে মালয়েশীয় কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকের সম্ভাবনা রয়েছে তৌহিদ হোসেনের। সে ক্ষেত্রে আটক বাংলাদেশিদের বিষয়টি আলোচনায় আসতে পারে। পাশাপাশি, আগস্টে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালয়েশিয়া সফর নিয়েও আলোচনা হতে পারে।
কূটনৈতিক সূত্রগুলোর মতে, মূলত এআরএফ অংশগ্রহণের উদ্দেশ্যে এই সফর হলেও, বাংলাদেশিদের আটক এবং উচ্চপর্যায়ের সফর ঘিরে এটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক উদ্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে।