গাজায় জিম্মিদের মুক্তির বিষয়ে ট্রাম্পের সঙ্গে আলাপ হয়েছে: নেতানিয়াহু
- আপলোড সময় : ০৯-০৭-২০২৫ ০৩:৪১:২১ অপরাহ্ন
- আপডেট সময় : ০৯-০৭-২০২৫ ০৩:৪১:২১ অপরাহ্ন

গাজায় জিম্মিদের মুক্তির বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
বুধবার (৯ জুলাই) একই বক্তব্যে তিনি আরও বলেন, হামাসের সামরিক ও প্রশাসনিক সক্ষমতা ধ্বংসে তিনি বদ্ধপরিকর। চলতি বছর ২০ জানুয়ারি ট্রাম্পের দ্বিতীয় মেয়াদ শুরু হওয়ার পর তৃতীয়বারের মতো হোয়াইট হাউজ সফর করলেন নেতানিয়াহু। এবারের সফরে পরপর দুদিনই গাজা ইস্যুতে আলোচনা করেছেন ট্রাম্প ও নেতানিয়াহু।
ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেছেন, ইরানের ওপর তাদের ‘অসাধারণ বিজয়ের’ ফলাফল এবং ভবিষ্যৎ সম্ভাবনা নিয়েও তারা আলাপ করেছেন।
শনিবার এক বক্তব্যে ট্রাম্প বলেছিলেন, আগামী সপ্তাহ নাগাদ হামাস ও ইসরায়েলের মধ্যে একটি যুদ্ধবিরতি কার্যকর হতে পারে। দুপক্ষ চুক্তির দ্বারপ্রান্তে রয়েছে বলে ইঙ্গিত দিয়েছেন ট্রাম্পের মধ্যপ্রাচ্যবিষয়ক প্রতিনিধি স্টিভ উইটকফ।
নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার-6
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ