রাজারহাটে ট্রেনে কাটা পড়ে নিহত ১
- আপলোড সময় : ০৭-০৭-২০২৫ ১১:০৭:১২ অপরাহ্ন
- আপডেট সময় : ০৭-০৭-২০২৫ ১১:০৭:১২ অপরাহ্ন

কুড়িগ্রামের রাজারহাটে ট্রেনে কাটা পড়ে নিবাস চন্দ্র সরকার (৪২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
সোমবার (৭ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে তিস্তা-রাজারহাট সড়কে সুন্দরগ্রাম পুটিকাটা মোড়ে এ ঘটনাটি ঘটে। নিবাস চন্দ্র সরকার ওই এলাকার বলাইচন্দ্র সরকারের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিবাস চন্দ্র সরকার সোমবার বিকেলে তার বাইসাইকেল নিয়ে গরুর ঘাস নিতে বের হন। এ সময় রাজারহাট-তিস্তা রেলসড়কের সুন্দরগ্রাম পুটিকাটা পৌঁছালে কুড়িগ্রামগামী লোকাল ট্রেন ধাক্কা দেয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজারহাট স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তছলিম উদ্দিন বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এছাড়া বিষয়টি লালমনিরহাট রেল পুলিশকে জানানো হয়েছে। তারা এসে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার-6
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ