ঢাকা , সোমবার, ০৭ জুলাই ২০২৫ , ২৩ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘জবাবদিহি না করলে ইসরায়েলকে ভুগতে হবে’— হুঁশিয়ারি ইরানের চাকরিচ্যুত বিডিআর সদস্যদের ছত্রভঙ্গ করতে পুলিশের সাউন্ড গ্রেনেড নিক্ষেপ বিশ্ববাজারে ফের কমল স্বর্ণের দাম আজ বিকেলে সংবাদ সম্মেলন ডাকলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী প্রাথমিকের ৩০ হাজার প্রধান শিক্ষকের জন্য সুখবর ইমামদের সম্মেলনে ইসলামপন্থীদের ঐক্যের আহ্বান জানালেন মাসুদ সাঈদী সীমান্তে কাস্তে হাতে কৃষক বাবুলকে স্মরণ করলেন নাহিদ ইসলাম ইসলামি এনজিওদের সামাজিক ব্যবসায় যুক্ত হওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার টেকনাফে পাহাড়ে ডাকাতের আস্তানায় গোলাগুলি, অস্ত্র-গুলি-মাদকসহ যুবক উদ্ধার প্লট দুর্নীতি মামলায় শেখ হাসিনা, শেখ রেহানা, জয়সহ ১০০ জনকে আদালতে হাজিরের গেজেট প্রকাশ বাংলাদেশ বিমান বাহিনীতে অফিসার ক্যাডেট নিয়োগ, আবেদন শেষ ২৬ সেপ্টেম্বর প্রাথমিক প্রধান শিক্ষকদের দশম গ্রেডে উন্নীতকরণ সক্রিয় বিবেচনায়: প্রাথমিক শিক্ষা অধিদফতর রাউজানে বোরকাপরা দুর্বৃত্তদের গুলিতে যুবদলকর্মী নিহত জুলাই অভ্যুত্থানে নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা হামাসের যোদ্ধার সংখ্যা ফের ৪০ হাজারে পৌঁছেছে সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা পাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা পাকিস্তানের সঙ্গে সংঘাতে ভারতের ২৫০ সেনা নিহত! মাতামোড়াল সীমান্ত দিয়ে ভারত থেকে ১০ জনকে পুশইন সরকার ঘোষিত সময়েই নির্বাচন হবে: ধর্ম বিষয়ক উপদেষ্টা

লাল ব্যাজ ধারণের প্রস্তাব নিয়ে বিরোধ: ছাত্রদল না শিবির—কার ছিল প্রথম উদ্যোগ?

  • আপলোড সময় : ০৭-০৭-২০২৫ ০৯:৩৮:৩৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৭-০৭-২০২৫ ০৯:৩৮:৩৫ পূর্বাহ্ন
লাল ব্যাজ ধারণের প্রস্তাব নিয়ে বিরোধ: ছাত্রদল না শিবির—কার ছিল প্রথম উদ্যোগ? বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে লাল ব্যাজ ধারণের প্রস্তাব কার আগে ছিল?

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে লাল ব্যাজ ধারণের প্রস্তাব কার আগে ছিল—এ নিয়ে দেখা দিয়েছে মতবিরোধ। গত বছরের ২৯ জুলাই এই ব্যাজ ধারণ কর্মসূচি শুরু হলেও, তা কে প্রথম প্রস্তাব করেন তা নিয়ে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে চলছে মতানৈক্য।

রোববার (৬ জুলাই) বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক ও আন্দোলনের তৎকালীন অন্যতম সমন্বয়ক আব্দুল কাদের ব্যক্তিগত ফেসবুক পোস্টে দাবি করেন, ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির-ই প্রথম ওইদিন বিকালে তাকে লাল ব্যাজ ধারণের প্রস্তাব দেন। এরপর ছাত্রদলের সভাপতি রাকিব, শিবির নেতা সাদিক কায়েম এবং অন্যান্যদের সঙ্গে আলোচনার পর সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়।

আব্দুল কাদের আরও জানান, আন্দোলনের পরিকল্পনার সময় রিফাত, মাহিনসহ আরও কয়েকজন নেতা ব্যতিক্রমধর্মী প্রতিবাদ কর্মসূচির প্রস্তাব দেন। পরে শিবির ও ছাত্রদলের শীর্ষ পর্যায়ে আলোচনা করে ‘চোখে-মুখে লাল কাপড় বাঁধা’ এবং ‘লাল প্রোফাইল পিকচার’ ধারণের কর্মসূচি নেওয়া হয়। শিবির নেতা সাদিক কায়েম এ বিষয়ে হ্যাশট্যাগ দেওয়ার পরামর্শও দেন।

তবে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সভাপতি এস এম ফরহাদ ভিন্ন দাবি করেছেন। তার ভাষ্য অনুযায়ী, লাল ব্যাজ ধারণের প্রস্তাব প্রথম তিনি দেন এবং তা তিনি শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার তৎকালীন সভাপতি সাদিক কায়েমকে জানান। এরপর একটি প্রেস বিজ্ঞপ্তি তৈরি করে আন্দোলনের সমন্বয়কারীদের পাঠানো হয়।

এ নিয়ে এখনও কোনো পক্ষের আনুষ্ঠানিক বিবৃতি না এলেও সামাজিক মাধ্যমে উভয়পক্ষের সমর্থকদের মধ্যে বিষয়টি নিয়ে আলোচনা তীব্র হয়েছে। কেউ বলছেন এটি সম্মিলিত উদ্যোগ ছিল, আবার কেউ একে ‘মেধাস্বত্ব’ নিয়ে অহেতুক বিতর্ক বলেও আখ্যা দিচ্ছেন।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার-4

কমেন্ট বক্স
আজ বিকেলে সংবাদ সম্মেলন ডাকলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী

আজ বিকেলে সংবাদ সম্মেলন ডাকলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী