ঢাকা , সোমবার, ০৭ জুলাই ২০২৫ , ২৩ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘জবাবদিহি না করলে ইসরায়েলকে ভুগতে হবে’— হুঁশিয়ারি ইরানের চাকরিচ্যুত বিডিআর সদস্যদের ছত্রভঙ্গ করতে পুলিশের সাউন্ড গ্রেনেড নিক্ষেপ বিশ্ববাজারে ফের কমল স্বর্ণের দাম আজ বিকেলে সংবাদ সম্মেলন ডাকলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী প্রাথমিকের ৩০ হাজার প্রধান শিক্ষকের জন্য সুখবর ইমামদের সম্মেলনে ইসলামপন্থীদের ঐক্যের আহ্বান জানালেন মাসুদ সাঈদী সীমান্তে কাস্তে হাতে কৃষক বাবুলকে স্মরণ করলেন নাহিদ ইসলাম ইসলামি এনজিওদের সামাজিক ব্যবসায় যুক্ত হওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার টেকনাফে পাহাড়ে ডাকাতের আস্তানায় গোলাগুলি, অস্ত্র-গুলি-মাদকসহ যুবক উদ্ধার প্লট দুর্নীতি মামলায় শেখ হাসিনা, শেখ রেহানা, জয়সহ ১০০ জনকে আদালতে হাজিরের গেজেট প্রকাশ বাংলাদেশ বিমান বাহিনীতে অফিসার ক্যাডেট নিয়োগ, আবেদন শেষ ২৬ সেপ্টেম্বর প্রাথমিক প্রধান শিক্ষকদের দশম গ্রেডে উন্নীতকরণ সক্রিয় বিবেচনায়: প্রাথমিক শিক্ষা অধিদফতর রাউজানে বোরকাপরা দুর্বৃত্তদের গুলিতে যুবদলকর্মী নিহত জুলাই অভ্যুত্থানে নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা হামাসের যোদ্ধার সংখ্যা ফের ৪০ হাজারে পৌঁছেছে সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা পাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা পাকিস্তানের সঙ্গে সংঘাতে ভারতের ২৫০ সেনা নিহত! মাতামোড়াল সীমান্ত দিয়ে ভারত থেকে ১০ জনকে পুশইন সরকার ঘোষিত সময়েই নির্বাচন হবে: ধর্ম বিষয়ক উপদেষ্টা

ইসরাইলের বিমান হামলায় ইয়েমেনের বন্দর ও বিদ্যুৎকেন্দ্র অচল, হুথিদের প্রতিরোধের দাবি

  • আপলোড সময় : ০৭-০৭-২০২৫ ০৯:৩২:২১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৭-০৭-২০২৫ ০৯:৩২:২১ পূর্বাহ্ন
ইসরাইলের বিমান হামলায় ইয়েমেনের বন্দর ও বিদ্যুৎকেন্দ্র অচল, হুথিদের প্রতিরোধের দাবি ইয়েমেনে হামলা চালাল ইসরাইল

ইয়েমেনের হুথি নিয়ন্ত্রিত তিনটি বন্দর ও একটি বিদ্যুৎকেন্দ্রে বিমান হামলা চালিয়েছে ইসরাইল। সোমবার (৭ জুলাই) ভোরে এ তথ্য জানিয়েছে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। প্রায় এক মাস পর ইয়েমেনের মাটিতে নতুন করে হামলা চালাল তেলআবিব। তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

আইডিএফ জানায়, ইয়েমেনের হোসেইন, রাস ইসা ও সালিফ বন্দর এবং রাস কান্তিব বিদ্যুৎকেন্দ্রে হামলা চালানো হয়েছে। এর কারণ হিসেবে বলা হয়েছে, হুথি গোষ্ঠী বারবার ইসরাইলের ওপর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে আসছিল। এ হামলা সেই আগ্রাসনের জবাব বলেও উল্লেখ করেছে সেনাবাহিনী।

হুথি গোষ্ঠীর এক মুখপাত্র দাবি করেছেন, ইসরাইলি হামলা প্রতিহত করতে স্থানীয়ভাবে তৈরি ক্ষেপণাস্ত্র দিয়ে তারা পাল্টা প্রতিরক্ষা গড়ে তোলে। এদিকে রয়টার্সকে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, লোহিত সাগর উপকূলের বন্দরনগরী হোদেইদায় ইসরাইলি হামলার ফলে প্রধান বিদ্যুৎকেন্দ্র অচল হয়ে গেছে এবং পুরো শহর অন্ধকারে ডুবে আছে।

হুথি-নিয়ন্ত্রিত আল-মাসিরা টিভি জানিয়েছে, হোদেইদায় একাধিক বিমান হামলা চালিয়েছে ইসরাইল। এর আগেই ইসরাইলি বাহিনী ওই এলাকার তিনটি বন্দরের কর্মীদের সতর্কবার্তা দিয়ে সরিয়ে নিতে বলেছিল।

এছাড়া, ইসরাইল জানায়, রাস ইসা বন্দরে ‘গ্যালাক্সি লিডার’ নামের একটি জাহাজেও তারা হামলা চালিয়েছে। ২০২৩ সালের শেষদিকে জাহাজটি হুথিরা দখল করেছিল।

উল্লেখ্য, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই ইসরাইল ও লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে নানা হামলা চালিয়ে আসছে হুথিরা। তাদের দাবি, এসব হামলা ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে করা হচ্ছে। ইসরাইলের পাল্টা হামলায় ইয়েমেনে উত্তেজনা আরও বেড়ে যাওয়ার আশঙ্কা করছে আন্তর্জাতিক মহল।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার-4

কমেন্ট বক্স
আজ বিকেলে সংবাদ সম্মেলন ডাকলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী

আজ বিকেলে সংবাদ সম্মেলন ডাকলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী