নিহতরা হলেন সৌদি প্রবাসী মো. গোলাম মোস্তুফা (৪২) এবং তার পাঁচ বছর বয়সী ছেলে নাঈম। স্থানীয়রা জানান, বিকেল ৪টার দিকে মোস্তুফা বাড়ির পাশে বীজতলায় কাজ করছিলেন। হঠাৎ বৃষ্টি ও বজ্রপাত শুরু হলে ছেলেকে নিয়ে আশ্রয়ের জন্য জামগাছের নিচে গেলে গাছের ওপর বজ্রপাত হয়। গাছের ডাল ভেঙে পড়ে তাদের ওপর। এতে তারা গুরুতর আহত হন। হাসপাতালে নেওয়ার পথে মারা যান মোস্তুফা, পরে মৃত্যুবরণ করে ছোট্ট নাঈমও।
মোস্তুফার পরিবার জানায়, প্রায় আট বছর প্রবাস জীবন শেষে চার মাস আগে দেশে ফিরে আসেন তিনি এবং আবারও বিদেশ যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন।
স্বামী ও সন্তান হারিয়ে বাকরুদ্ধ হয়ে পড়েছেন শেফালি বেগম।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নান্দাইল থানার ওসি মো. আনোয়ার হোসেন।