রোববার (০৬ জুলাই) ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিভিন্ন মুসলিম দেশের এনজিও প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাতে তিনি বলেন, “গরিবদের স্বাস্থ্যসেবা ও সহায়তার জন্য সামাজিক ব্যবসা একটি কার্যকর মাধ্যম। বিশ্বজুড়ে তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে সামাজিক ব্যবসায় যুক্ত হওয়ার আহ্বান জানানো হচ্ছে।”
বৈঠকে উপস্থিত এনজিও নেতারা জানান, অধ্যাপক ইউনূসের নেতৃত্বে পরিচালিত সামাজিক ব্যবসার ধারণা তাদের নিজ দেশেও অনুপ্রেরণা জুগিয়েছে।
প্রতিনিধি দলের মধ্যে ছিলেন তুরস্কের ইউএনআইডব্লিউ মহাসচিব আইয়ুপ আকবাল, মালয়েশিয়ার ডব্লিউএডিএএইচের প্রতিনিধি ফাওয়াজ বিন হাসবুল্লাহ, পাকিস্তানের আলখিদমাত ফাউন্ডেশনের সভাপতি মুহাম্মদ আবদুস শাকুর ও ইন্দোনেশিয়ার ড. সালামুন বাসরি।
এছাড়াও বৈঠকে বাংলাদেশ থেকে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক মাহবুব আহমেদ, এসএডব্লিউএবি চেয়ারম্যান এস এম রাশেদুজ্জামান, কৃষিবিদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ড. আলী আফজাল এবং আইআইআইটির কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ড. এম. আবদুল আজিজ।