বরগুনায় নিজ ঘরে এইচএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
- আপলোড সময় : ০৬-০৭-২০২৫ ১০:১১:৫৩ অপরাহ্ন
- আপডেট সময় : ০৬-০৭-২০২৫ ১০:১১:৫৩ অপরাহ্ন

বরগুনার বেতাগী উপজেলার হোসনাবাদ ইউনিয়নের কদমতলা গ্রামে নিজ ঘরে মো. কাউসার (১৭) নামের এক এইচএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৬ জুলাই) সকালে গলায় ফাঁস লাগানো অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়।
নিহত কাউসার সুবিদখালী সরকারি কলেজ থেকে চলতি বছরের এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছিলেন। তিনি স্থানীয় বাবুল জোমাদ্দারের ছেলে।
পরিবার সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে খাওয়া-দাওয়ার পর নিজ রুমে ঘুমাতে যান কাউসার। সকালে সাড়া-শব্দ না পেয়ে দরজা খুলে পরিবারের সদস্যরা ঘরের চৌকাঠে তার ঝুলন্ত মরদেহ দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরগুনা সদর হাসপাতাল মর্গে পাঠায়।
নিহতের বাবা বাবুল জোমাদ্দার বলেন, গত বৃহস্পতিবার ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষা ভালো না হওয়ায় সে মানসিকভাবে ভেঙে পড়ে। ধারণা করছি - সেই কারণে সে আত্মহত্যার পথ বেছে নেয়।
বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে। মৃত্যুর সঠিক কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার-6
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ