জয়পুরহাটে পুকুরের পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু
- আপলোড সময় : ০৬-০৭-২০২৫ ১০:০৭:৩৭ অপরাহ্ন
- আপডেট সময় : ০৬-০৭-২০২৫ ১০:০৭:৩৭ অপরাহ্ন

জয়পুরহাটে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। রোববার (৬ জুলাই) বিকেলে সদর উপজেলার সগুনাচড়া দক্ষিণ দিওর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শিশুরা হলো - জয়পুরহাট সদর উপজেলার সগুনাচড়া দক্ষিণ দিওর গ্রামের হারুনুর রশিদ হারুজের ছেলে আবির হোসেন (৬) ও একই গ্রামের হাবিবের মেয়ে হুমাইরা আক্তার (৭)
স্থানীয়রা জানান, সগুনাচড়া দক্ষিণ দিওর গ্রামের ওই দুই শিশু দুপুরে খেলার জন্য বাড়ি থেকে বের হয়। এরপর ওই গ্রামের একটি পুকুর পাড়ে খেলার একপর্যায়ে পুকুরের পানিতে পড়ে ডুবে যায়। এ সময় স্থানীয়রা উদ্ধার করে জয়পুরহাট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল কাদের বলেন, পুকুরের পানিতে ডুবে দুই শিশু মারা গেছে বলে খবর পেয়েছি। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার-6
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ