ঢাকা , সোমবার, ০৭ জুলাই ২০২৫ , ২২ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টেকনাফে পাহাড়ে ডাকাতের আস্তানায় গোলাগুলি, অস্ত্র-গুলি-মাদকসহ যুবক উদ্ধার প্লট দুর্নীতি মামলায় শেখ হাসিনা, শেখ রেহানা, জয়সহ ১০০ জনকে আদালতে হাজিরের গেজেট প্রকাশ বাংলাদেশ বিমান বাহিনীতে অফিসার ক্যাডেট নিয়োগ, আবেদন শেষ ২৬ সেপ্টেম্বর প্রাথমিক প্রধান শিক্ষকদের দশম গ্রেডে উন্নীতকরণ সক্রিয় বিবেচনায়: প্রাথমিক শিক্ষা অধিদফতর রাউজানে বোরকাপরা দুর্বৃত্তদের গুলিতে যুবদলকর্মী নিহত জুলাই অভ্যুত্থানে নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা হামাসের যোদ্ধার সংখ্যা ফের ৪০ হাজারে পৌঁছেছে সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা পাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা পাকিস্তানের সঙ্গে সংঘাতে ভারতের ২৫০ সেনা নিহত! মাতামোড়াল সীমান্ত দিয়ে ভারত থেকে ১০ জনকে পুশইন সরকার ঘোষিত সময়েই নির্বাচন হবে: ধর্ম বিষয়ক উপদেষ্টা মুরাদনগরে তিনজনকে পিটিয়ে হত্যা: জানাজায় অংশ নেয়নি কেউ, মামলা দায়ের বিচার-সংস্কারের পরই নির্বাচন চায় এনসিপি: নাহিদ ইসলাম ১২ দেশের পণ্যে নতুন শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের ঘরে বসে কাস্টমস শুল্ক জমার সুযোগ, এনবিআরের ‘এ চালান’ চালু বিজিবিতে ১৬৬ জন নিয়োগ, আবেদন শেষ ১৩ জুলাই কারা নির্বাচনে অংশ নিতে পারবেন না, জানালেন অ্যাটর্নি জেনারেল সাবেক প্রধান নির্বাচন কমিশনার শামসুল হুদা আর নেই প্রধান শিক্ষকদের যে নির্দেশনা দিলো শিক্ষা বোর্ড

প্রাথমিক প্রধান শিক্ষকদের দশম গ্রেডে উন্নীতকরণ সক্রিয় বিবেচনায়: প্রাথমিক শিক্ষা অধিদফতর

  • আপলোড সময় : ০৬-০৭-২০২৫ ০৮:১৬:১০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৭-২০২৫ ০৮:১৬:১০ অপরাহ্ন
প্রাথমিক প্রধান শিক্ষকদের দশম গ্রেডে উন্নীতকরণ সক্রিয় বিবেচনায়: প্রাথমিক শিক্ষা অধিদফতর
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ৩০ হাজার প্রধান শিক্ষকের বেতন স্কেল দশম গ্রেডে উন্নীত করার বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনায় রয়েছে বলে জানিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদফতর।
 
শনিবার (৫ জুলাই) অধিদফতরের পরিচালক মোহাম্মদ কামরুল হাসান স্বাক্ষরিত এক অফিস আদেশে জানানো হয়, হাইকোর্টের রায় অনুযায়ী রিটকারী ৪৫ জন প্রধান শিক্ষকের বেতনস্কেল দশম গ্রেডে উন্নীত করে অর্থ বিভাগ সম্মতি দিয়েছে। অবশিষ্ট প্রধান শিক্ষকদের ক্ষেত্রেও একই সিদ্ধান্ত সক্রিয় বিবেচনায় রয়েছে।
 
বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মো. আবুল কাশেম সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেন, এতে প্রধান শিক্ষকদের মর্যাদা বৃদ্ধি পাবে। তিনি সব প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের জন্য বেতনস্কেল উন্নীত করার দাবিও জানান।
 
এর আগে ২০১৪ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান শিক্ষকদের দ্বিতীয় শ্রেণিতে উন্নীত করার ঘোষণা দিলেও বাস্তবে তা সীমিত আকারে কার্যকর হয়। এ নিয়ে ৪৫ জন প্রধান শিক্ষক হাইকোর্টে রিট করেন, যার প্রেক্ষিতে আদালত তাদের দশম গ্রেডে উন্নীত করার নির্দেশ দেন। পরবর্তীতে আপিল বিভাগও হাইকোর্টের রায় বহাল রাখে।
 
অধিদফতরের আদেশে সতর্ক করে বলা হয়, এই প্রক্রিয়াকে ঘিরে কিছু চক্র চাঁদাবাজিতে জড়াচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে কাউকে কোনো আর্থিক লেনদেন না করার অনুরোধ জানানো হয়েছে এবং প্রয়োজন হলে থানায় সোপর্দ করার নির্দেশ দেওয়া হয়েছে।
 
পরিচালক কামরুল হাসান বলেন, বিষয়টি অর্থ মন্ত্রণালয়ের অনুমোদনের অপেক্ষায় রয়েছে এবং অনুমোদন পাওয়ার পর প্রজ্ঞাপন জারি করা হবে। সরকারের পজিটিভ দৃষ্টিভঙ্গি থাকায় এটি বাস্তবায়নে আশাবাদী অধিদফতর।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার-1

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
টেকনাফে পাহাড়ে ডাকাতের আস্তানায় গোলাগুলি, অস্ত্র-গুলি-মাদকসহ যুবক উদ্ধার

টেকনাফে পাহাড়ে ডাকাতের আস্তানায় গোলাগুলি, অস্ত্র-গুলি-মাদকসহ যুবক উদ্ধার