শনিবার (৫ জুলাই) অধিদফতরের পরিচালক মোহাম্মদ কামরুল হাসান স্বাক্ষরিত এক অফিস আদেশে জানানো হয়, হাইকোর্টের রায় অনুযায়ী রিটকারী ৪৫ জন প্রধান শিক্ষকের বেতনস্কেল দশম গ্রেডে উন্নীত করে অর্থ বিভাগ সম্মতি দিয়েছে। অবশিষ্ট প্রধান শিক্ষকদের ক্ষেত্রেও একই সিদ্ধান্ত সক্রিয় বিবেচনায় রয়েছে।
বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মো. আবুল কাশেম সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেন, এতে প্রধান শিক্ষকদের মর্যাদা বৃদ্ধি পাবে। তিনি সব প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের জন্য বেতনস্কেল উন্নীত করার দাবিও জানান।
এর আগে ২০১৪ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান শিক্ষকদের দ্বিতীয় শ্রেণিতে উন্নীত করার ঘোষণা দিলেও বাস্তবে তা সীমিত আকারে কার্যকর হয়। এ নিয়ে ৪৫ জন প্রধান শিক্ষক হাইকোর্টে রিট করেন, যার প্রেক্ষিতে আদালত তাদের দশম গ্রেডে উন্নীত করার নির্দেশ দেন। পরবর্তীতে আপিল বিভাগও হাইকোর্টের রায় বহাল রাখে।
অধিদফতরের আদেশে সতর্ক করে বলা হয়, এই প্রক্রিয়াকে ঘিরে কিছু চক্র চাঁদাবাজিতে জড়াচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে কাউকে কোনো আর্থিক লেনদেন না করার অনুরোধ জানানো হয়েছে এবং প্রয়োজন হলে থানায় সোপর্দ করার নির্দেশ দেওয়া হয়েছে।
পরিচালক কামরুল হাসান বলেন, বিষয়টি অর্থ মন্ত্রণালয়ের অনুমোদনের অপেক্ষায় রয়েছে এবং অনুমোদন পাওয়ার পর প্রজ্ঞাপন জারি করা হবে। সরকারের পজিটিভ দৃষ্টিভঙ্গি থাকায় এটি বাস্তবায়নে আশাবাদী অধিদফতর।