ঢাকা , বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫ , ১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সিরিয়ার আল-শারাকে ‘নির্মূল’ করার ঘোষণা দিলেন ইসরায়েলি মন্ত্রী সিরিয়ার সেনা সদর দপ্তরে ফের পড়ল বোমা, প্রেসিডেন্টের প্রাসাদের কাছেও হামলা বৃহস্পতিবার সারাদেশে বিক্ষোভের ডাক এনসিপির গোপালগঞ্জে সংঘর্ষের পর হাসপাতালে ৪ জনের লাশ খুলনায় পৌঁছেছেন নাহিদ-হাসনাতরা গোপালগঞ্জে রাত ৮টা থেকে ২২ ঘণ্টার কারফিউ সেনা-পুলিশ পাহারায় গোপালগঞ্জ ছাড়লেন নাহিদ-হাসনাতরা গোপালগঞ্জের হামলাকারীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না: অন্তর্বর্তী সরকার ব্লকেড সরিয়ে নেওয়ার আহ্বান নাহিদের গোপালগঞ্জে হামলার প্রতিবাদে মশাল মিছিল করবে এনসিপি জাতীয় নেতাদের নিরাপত্তা দিতে পারে না, তারা করবে নির্বাচন: হান্নান গোপালগঞ্জে গণমাধ্যমের ওপর হামলায় অনলাইন এডিটরস অ্যালায়েন্সের নিন্দা রণক্ষেত্র গোপালগঞ্জ, ১৪৪ ধারা জারি শামীম ওসমান ও স্ত্রীর বিরুদ্ধে অবৈধ সম্পদের মামলা বিদেশি রাষ্ট্রপ্রধানদের জন্য প্রধান উপদেষ্টার পক্ষ থেকে আম উপহার ১৬ জুলাই রাষ্ট্রীয় শোক দিবস জুলাইয়ের প্রথম ১৩ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১১৯ কোটি ডলার যুক্তরাষ্ট্রে বেনজীর আহমেদের দুটি সম্পদ ও চারটি ব্যাংক হিসাব জব্দের আদেশ কাপ্তাইয়ে ভয়াবহ লোডশেডিংয়ে স্থবির জনজীবন, বিদ্যুৎ কেন্দ্রের পাশেই চরম সংকট চরমোনাই দরবারে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ও জুলাই অভ্যুত্থান স্মরণ

উত্তাল হয়ে উঠতে পারে সাগর, ৩ নম্বর সতর্ক সংকেত

  • আপলোড সময় : ০৬-০৭-২০২৫ ১১:৪১:০৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৭-২০২৫ ১১:৪১:০৪ পূর্বাহ্ন
উত্তাল হয়ে উঠতে পারে সাগর, ৩ নম্বর সতর্ক সংকেত

সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে বায়ু চাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা ও সমুদ্র বন্দরসমূহের উপর দিয়ে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

রোববার সকালে আবহাওয়া অধিদপ্তর এক বিশেষ সতর্ক বার্তায় আরও জানায়, সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে উত্তাল হয়ে উঠতে পারে সাগর, উপকূলীয় এলাকা ও সমুদ্রপথ। এমন পরিস্থিতিতে দেশের চারটি সমুদ্রবন্দর— চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রাকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

এ সময় উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

এদিকে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্যও আবহাওয়ার সতর্কবার্তা জারি করা হয়েছে। খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের নদীবন্দরগুলোতে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এসব এলাকায় বৃষ্টির সঙ্গে সঙ্গে দমকা হাওয়া বইতে পারে বলেও পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

অন্যদিকে ঢাকা ও আশপাশের এলাকায়ও আজকের সকাল থেকে আকাশ মেঘলা রয়েছে। আবহাওয়া অধিদপ্তরের সকাল ৭টার বুলেটিনে বলা হয়, ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০-১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার-5

কমেন্ট বক্স
সিরিয়ার সেনা সদর দপ্তরে ফের পড়ল বোমা, প্রেসিডেন্টের প্রাসাদের কাছেও হামলা

সিরিয়ার সেনা সদর দপ্তরে ফের পড়ল বোমা, প্রেসিডেন্টের প্রাসাদের কাছেও হামলা