বিয়ানীবাজারে অবস্থিত বিজিবি-৫২ ব্যাটালিয়নের সদস্যরা জানান, সীমান্তের পাহাড়ি এলাকায় টহলের সময় ৭ জন পুরুষ ও ৩ জন নারীকে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখে আটক করা হয়।
জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানান, তারা এক থেকে ছয় মাস আগে সিলেট ও কুমিল্লা সীমান্ত পয়েন্ট দিয়ে ভারতে অনুপ্রবেশ করেছিলেন। দীর্ঘদিন ভারতে অবস্থানের পর বিএসএফ তাদের মাতামোড়াল সীমান্ত দিয়ে বাংলাদেশে ফেরত পাঠায়।
বিজিবি সূত্রে জানা গেছে, আটকরা সাতক্ষীরা, খুলনা ও বরিশাল জেলার বাসিন্দা।
ঘটনার পর আইনি পদক্ষেপ গ্রহণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে এবং আটক ব্যক্তিদের পরিচয় যাচাই-বাছাই চলছে।
স্থানীয় প্রশাসন জানিয়েছে, ভবিষ্যতে এ ধরনের অনুপ্রবেশ রোধে সীমান্তে নজরদারি আরও জোরদার করা হবে।