প্রতিবেদন অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবরে গাজায় স্থল অভিযান শুরুর পর থেকে এ পর্যন্ত ৪৪০ জন ইসরাইলি সেনা নিহত হয়েছে। এর মধ্যে ৭২ জন অভিযানে অংশগ্রহণকালীন দুর্ঘটনায় নিহত হন, যা মোট নিহতের প্রায় ১৬ শতাংশ।
‘ফ্রেন্ডলি ফায়ার’-এ ৩১ জন, গোলাবারুদ সংশ্লিষ্ট দুর্ঘটনায় ২৩ জন, সাঁজোয়া যানে পিষ্ট হয়ে ৭ জন এবং অজ্ঞাত গুলিতে ৬ জন সেনা নিহত হন।
গত ১৮ মার্চ যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘন করে নতুন করে গাজায় অভিযান শুরু করার পর ৩২ জন ইসরাইলি সেনা নিহত হয়েছে, যাদের মধ্যে ২ জন দুর্ঘটনায় এবং ৫ জন কর্মস্থলে পড়ে গিয়ে বা সরঞ্জাম নিয়ন্ত্রণ করতে গিয়ে মারা যান।
ইসরাইলি সেনাবাহিনীর সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ৮৮২ সেনা নিহত এবং ৬,০৩২ জন আহত হয়েছে।
অন্যদিকে গাজায় ইসরাইলের হামলায় এখন পর্যন্ত ৫৭ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে, যাদের অধিকাংশই নারী ও শিশু। আহত হয়েছে আরও ১ লাখ ৩৫ হাজার ৬২৫ জন।