রংপুরের ৩ চোরাই মোটরসাইকেল উদ্ধার, গ্রেফতার ৫
- আপলোড সময় : ০৫-০৭-২০২৫ ০৩:৪৯:২৩ অপরাহ্ন
- আপডেট সময় : ০৫-০৭-২০২৫ ০৩:৪৯:২৩ অপরাহ্ন

রংপুরের পীরগাছা উপজেলায় পুলিশের একটি বিশেষ অভিযানে চোরাই ৩টি মোটরসাইকেল উদ্ধার সহ চোর চক্রের ৫ সদস্যকে গ্রেফতার করা হয়েছে।
শনিবার (৫ জুলাই) দুপুরে পীরগাছা থানার অফিসার ইনর্চাজ (ওসি) নুরে আলম সিদ্দিকী তথ্যটি নিশ্চিত করেছেন
এর আগে, শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে ৩টি মোটরসাইকেল উদ্ধার করা হয়। এসময় চুরির সঙ্গে জড়িত থাকার অভিযোগে চোর চক্রের ৫ সদস্যকে গ্রেফতার করে পুলিশ।
অভিযানে গ্রেফতার ব্যক্তিরা হলেন, পীরগাছা উপজেলার ইটাকুমারী ইউনিয়নের সাতভিটা এলাকার মৃত আব্দুল জলিলের ছেলে আব্দুল মোন্নাফ (৩৪), ইসমাঈল হোসেনের ছেলে হাসেম আলী (৩৫), গাইবান্ধা জেলার সাদুল্লাপুর দশলিয়া এলাকার মৃত মোহাম্মদ আলীর ছেলে মামুন মিয়া (৩০),পশ্চিম মান্দুয়ার পাড়া এলাকার ওসমান গনির ছেলে বাদশা মিয়া (৩০),দক্ষিণ মান্দুয়ার পাড়া এলাকার মৃত আবুল হোসেনের ছেলে শহিদুল ইসলাম (৩০)।
গ্রেফতার সবাই মোটরসাইকেল চোর চক্রের সদস্য এবং চোরাই মোটরসাইকেল ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত বলে নিশ্চিত করেছে থানা পুলিশ ও স্থানীয়রা।
নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার-6
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ