ঢাকা , শনিবার, ০৫ জুলাই ২০২৫ , ২১ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাতামোড়াল সীমান্ত দিয়ে ভারত থেকে ১০ জনকে পুশইন সরকার ঘোষিত সময়েই নির্বাচন হবে: ধর্ম বিষয়ক উপদেষ্টা মুরাদনগরে তিনজনকে পিটিয়ে হত্যা: জানাজায় অংশ নেয়নি কেউ, মামলা দায়ের বিচার-সংস্কারের পরই নির্বাচন চায় এনসিপি: নাহিদ ইসলাম ১২ দেশের পণ্যে নতুন শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের ঘরে বসে কাস্টমস শুল্ক জমার সুযোগ, এনবিআরের ‘এ চালান’ চালু বিজিবিতে ১৬৬ জন নিয়োগ, আবেদন শেষ ১৩ জুলাই কারা নির্বাচনে অংশ নিতে পারবেন না, জানালেন অ্যাটর্নি জেনারেল সাবেক প্রধান নির্বাচন কমিশনার শামসুল হুদা আর নেই প্রধান শিক্ষকদের যে নির্দেশনা দিলো শিক্ষা বোর্ড বেতন বন্ধ তিন মাস, শিক্ষক-কর্মচারীর দুর্বিষহ জীবনযাপন বাংলাদেশ-শ্রীলঙ্কা অর্থনৈতিক সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ মেটিকুলাস ডিজাইনে সমস্যা কোথায়: উপদেষ্টা মাহফুজ আলম গাজায় হিরোশিমার ছয় গুণ বেশি বোমা নিক্ষেপ করেছে ইসরাইল: জাতিসংঘ দূত তারিক সিদ্দিকের শতকোটি টাকার সম্পদ জব্দ, বিদেশি সম্পদের খোঁজে দুদক ভারতের তাবেদারী নয়, দেশ চালাবে বাংলাদেশপন্থিরা: নাহিদ ইসলাম ঝড়-বৃষ্টির আশঙ্কা, নদী ও সমুদ্র বন্দরে সতর্ক সংকেত করোনা পরীক্ষায় নতুন ফি নির্ধারণ, আরটিপিসিআর ২০০০ ও র‍্যাপিড অ্যান্টিজেন ৫০০ টাকা পিএসসি’র সংস্কার চেয়ে শাহবাগ ‘ব্লকেড’ সপ্তাহ শেষে পুঁজিবাজারে সূচক ও বাজার মূলধনের উত্থান

টেক্সাসে হঠাৎ বন্যায় ২৪ জনের মৃত্যু, নিখোঁজ ২৫ শিশু

  • আপলোড সময় : ০৫-০৭-২০২৫ ১২:০২:০৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৭-২০২৫ ০৬:০১:৫৬ অপরাহ্ন
টেক্সাসে হঠাৎ বন্যায় ২৪ জনের মৃত্যু, নিখোঁজ ২৫ শিশু ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের টেক্সাসে টানা ভারী বৃষ্টিতে গুয়াদালুপে নদীর পানি বেড়ে গিয়ে আকস্মিক বন্যা দেখা দিয়েছে। এতে অন্তত ২৪ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছে একটি গ্রীষ্মকালীন ক্যাম্পে থাকা ২৫ জন মেয়ে শিশু।

শুক্রবার (স্থানীয় সময়) ভোর রাতে কার কাউন্টিতে হঠাৎ এই বন্যা শুরু হয়। কর্মকর্তারা জানান, তখন সবাই ঘুমিয়ে ছিল, আর খুব অল্প সময়েই পানি নদীর বিপৎসীমার অনেক উপরে উঠে যায়। ফলে আগাম সতর্কতা দেওয়ার সুযোগ পাওয়া যায়নি। সূত্র: রয়টার্স

গ্রীষ্মকালীন ক্যাম্পটি ‘ক্যাম্প মিস্টিক’ নামে পরিচিত। সেখানে প্রায় ৭৫০ জন মেয়ে শিশু ছিল। তাদের মধ্যে অধিকাংশকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। তবে কিছু শিশু এখনো নিখোঁজ রয়েছে।

 

কারভিলের নগর ব্যবস্থাপক ডাল্টন রাইস বলেন, বন্যাটা এত দ্রুত শুরু হয়েছিল যে কোনো পূর্বাভাস দেওয়া সম্ভব হয়নি। দুই ঘণ্টার কম সময়ের মধ্যেই নদীর পানি ভয়াবহভাবে বেড়ে যায়।

টেক্সাসের কর্মকর্তারা আগেই কিছুটা বৃষ্টি ও বন্যার পূর্বাভাস দিয়েছিলেন। তবে শুক্রবার যেটা হয়েছে, তা পূর্বাভাসে বলা হয়নি। টেক্সাসের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের প্রধান নিম কিড বলেন, আবহাওয়ার পূর্বাভাসে এত ভারী বৃষ্টির সম্ভাবনার কথা ছিল না

কার কাউন্টির শেরিফ ল্যারি লেইথা জানান, মৃতের সংখ্যা প্রথমে ১৩ ছিল, পরে তা বেড়ে দাঁড়ায় ২৪-এ। পাশের কাউন্টি থেকেও একজনের মরদেহ পাওয়া গেছে, তবে সেটা বন্যাজনিত কি না, তা নিশ্চিত হয়নি।

টেক্সাসের লেফটেন্যান্ট গভর্নর ড্যান প্যাট্রিক বলেন, আমরা আশা করছি, নিখোঁজ সব শিশুকে জীবিত অবস্থায় পাওয়া যাবে। নদীর পানি মাত্র ৪৫ মিনিটে ২৬ ফুট পর্যন্ত বেড়ে যায়।

বন্যায় স্থানীয় অনেক বাসাবাড়ি, ক্যাম্প ও গাড়িভিত্তিক পার্ক ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত সব অনুষ্ঠান বাতিল করা হয়েছে। কারভিল শহরের নদীপাড়ের মূল অনুষ্ঠানস্থলও ডুবে গেছে।

জরুরি সহায়তা দিতে টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবট রাজ্যে দুর্যোগ ঘোষণা করেছেন। উদ্ধার কাজে অংশ নিচ্ছে কোস্ট গার্ড, ফেডারেল সংস্থা ফেমা এবং অন্যান্য বাহিনী।

শুক্রবার রাত পর্যন্ত উদ্ধারকর্মীরা ২৩৭ জনকে উদ্ধার করেছেন। এর মধ্যে ১৬৭ জনকে হেলিকপ্টারে নেওয়া হয়। আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টা টেক্সাসের আরও কিছু এলাকায় নতুন করে বন্যার আশঙ্কা রয়েছে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার-1

কমেন্ট বক্স
মুরাদনগরে তিনজনকে পিটিয়ে হত্যা: জানাজায় অংশ নেয়নি কেউ, মামলা দায়ের

মুরাদনগরে তিনজনকে পিটিয়ে হত্যা: জানাজায় অংশ নেয়নি কেউ, মামলা দায়ের