ঢাকা , শনিবার, ০৫ জুলাই ২০২৫ , ২১ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাবেক প্রধান নির্বাচন কমিশনার শামসুল হুদা আর নেই প্রধান শিক্ষকদের যে নির্দেশনা দিলো শিক্ষা বোর্ড বাংলাদেশ-শ্রীলঙ্কা অর্থনৈতিক সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ মেটিকুলাস ডিজাইনে সমস্যা কোথায়: উপদেষ্টা মাহফুজ আলম গাজায় হিরোশিমার ছয় গুণ বেশি বোমা নিক্ষেপ করেছে ইসরাইল: জাতিসংঘ দূত তারিক সিদ্দিকের শতকোটি টাকার সম্পদ জব্দ, বিদেশি সম্পদের খোঁজে দুদক ভারতের তাবেদারী নয়, দেশ চালাবে বাংলাদেশপন্থিরা: নাহিদ ইসলাম ঝড়-বৃষ্টির আশঙ্কা, নদী ও সমুদ্র বন্দরে সতর্ক সংকেত করোনা পরীক্ষায় নতুন ফি নির্ধারণ, আরটিপিসিআর ২০০০ ও র‍্যাপিড অ্যান্টিজেন ৫০০ টাকা পিএসসি’র সংস্কার চেয়ে শাহবাগ ‘ব্লকেড’ সপ্তাহ শেষে পুঁজিবাজারে সূচক ও বাজার মূলধনের উত্থান পুশ ইন করতে হলে, হাসিনা আর তার দোসরদের করুন: নাহিদ বাংলাদেশে সহযোগিতা জোরদারে জাপানের প্রতি আহ্বান প্রধান উপদেষ্টার ওমানে ব্লকড ভিসাধারী বাংলাদেশিদের জন্য ভিসা নবায়নে বড় ছাড় ভেজাল ও অবৈধ পণ্যে হুমকির মুখে দেশীয় কসমেটিকস শিল্প সরকারি চাকরি (দ্বিতীয় সংশোধন) অধ্যাদেশের খসড়ায় নীতিগত অনুমোদন নির্বাচন নিয়ে এখনো আনুষ্ঠানিক নির্দেশনা পায়নি সেনাবাহিনী: কর্নেল শফিকুল মুরাদনগরে মাদক ব্যবসার অভিযোগে একই পরিবারের ৩ জনকে পিটিয়ে হত্যা ‘ইন্টারনেট ব্ল্যাকআউট’ কর্মসূচি বাতিলের ঘোষণা ফারুকীর
বেতন বন্ধ তিন মাস, শিক্ষক-কর্মচারীর দুর্বিষহ জীবনযাপন

  • আপলোড সময় : ০৫-০৭-২০২৫ ০৯:৩৫:৫১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৭-২০২৫ ০৯:৩৫:৫১ পূর্বাহ্ন
গাজীপুরের চান্দনা উচ্চ বিদ্যালয় ও কলেজের অ্যাডহক কমিটির কার্যক্রম স্থগিত থাকায় গত তিন মাস ধরে প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা বন্ধ রয়েছে। দীর্ঘদিন বেতন-ভাতাদি না পেয়ে প্রতিষ্ঠানটির ৮৬ শিক্ষক-কর্মচারী চরম বিপাকে পড়েছেন। অর্থের অভাবে পরিবার-পরিজন নিয়ে দুর্বিষহ জীবনযাপন করছেন বলে ভুক্তভোগী শিক্ষক-কর্মচারীরা জানিয়েছেন।

একাধিক সূত্র থেকে জানা যায়, গত ১০ ফেব্রুয়ারি ঢাকা শিক্ষা বোর্ড কর্তৃক ওই কলেজের চার সদস্যবিশিষ্ট অ্যাডহক কমিটি অনুমোদন দেওয়া হয়। অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে মনোনায়ন দেওয়া হয় বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ডা. মাজহারুল আলমকে। গত ১৭ মার্চ মহানগরীর বাসন থানা বিএনপির সাধারণ সম্পাদক মো. মনিরুল ইসলাম বাদী হয়ে অ্যাডহক কমিটির সভাপতি হওয়ার যোগ্যতা নেই বলে হাইকোর্টে একটি রিট পিটিশন দাখিল করেন। এর পরিপ্রেক্ষিতে ওই দিন হাইকোর্ট অ্যাডহক কমিটির কার্যক্রমের ওপর স্থগিতাদেশ দেন এবং পরবর্তী শুনানির দিন ২৪ জুন ধার্য করেন।

ওই দিন রিট পিটিশন শুনানি শেষে হাইকোর্ট পুনরায় ছয় মাসের জন্য কমিটির ওপর স্থগিতাদেশ দেন।

এদিকে গঠিত অ্যাডহক কমিটির মেয়াদ আগামী ৯ আগস্ট পর্যন্ত থাকলেও আদালত কর্তৃক স্থগিতাদেশ দেওয়া হয়েছে আগামী ২৩ ডিসেম্বর পর্যন্ত। প্রতিষ্ঠানটিতে বর্তমানে সর্বমোট আড়াই হাজার শিক্ষার্থী এবং ৮৬ জন শিক্ষক-কর্মচারী রয়েছেন। অ্যাডহক কমিটির কার্যক্রমে স্থগিতাদেশ থাকায় প্রতিষ্ঠানটির স্বাভাবিক কার্যক্রম স্থবির হওয়ার পাশাপাশি প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের গত তিন মাস ধরে বেতন-ভাতা বন্ধ রয়েছে।

এ ব্যাপারে চান্দনা উচ্চ বিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও অ্যাডহক কমিটির সদস্য সচিব রুহুল আমিন জানান হাইকোর্টের স্থগিতাদেশ থাকায় প্রতিষ্ঠানটির স্বাভাবিক কার্যক্রমে অচলাবস্থা বিরাজ করছে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার-2

কমেন্ট বক্স
এনসিপির গোপালগঞ্জ কমিটি থেকে নাম প্রত্যাহারের অনুরোধ ব্যবসায়ীর

এনসিপির গোপালগঞ্জ কমিটি থেকে নাম প্রত্যাহারের অনুরোধ ব্যবসায়ীর