গাজীপুরের চান্দনা উচ্চ বিদ্যালয় ও কলেজের অ্যাডহক কমিটির কার্যক্রম স্থগিত থাকায় গত তিন মাস ধরে প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা বন্ধ রয়েছে। দীর্ঘদিন বেতন-ভাতাদি না পেয়ে প্রতিষ্ঠানটির ৮৬ শিক্ষক-কর্মচারী চরম বিপাকে পড়েছেন। অর্থের অভাবে পরিবার-পরিজন নিয়ে দুর্বিষহ জীবনযাপন করছেন বলে ভুক্তভোগী শিক্ষক-কর্মচারীরা জানিয়েছেন।
একাধিক সূত্র থেকে জানা যায়, গত ১০ ফেব্রুয়ারি ঢাকা শিক্ষা বোর্ড কর্তৃক ওই কলেজের চার সদস্যবিশিষ্ট অ্যাডহক কমিটি অনুমোদন দেওয়া হয়। অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে মনোনায়ন দেওয়া হয় বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ডা. মাজহারুল আলমকে। গত ১৭ মার্চ মহানগরীর বাসন থানা বিএনপির সাধারণ সম্পাদক মো. মনিরুল ইসলাম বাদী হয়ে অ্যাডহক কমিটির সভাপতি হওয়ার যোগ্যতা নেই বলে হাইকোর্টে একটি রিট পিটিশন দাখিল করেন। এর পরিপ্রেক্ষিতে ওই দিন হাইকোর্ট অ্যাডহক কমিটির কার্যক্রমের ওপর স্থগিতাদেশ দেন এবং পরবর্তী শুনানির দিন ২৪ জুন ধার্য করেন।
ওই দিন রিট পিটিশন শুনানি শেষে হাইকোর্ট পুনরায় ছয় মাসের জন্য কমিটির ওপর স্থগিতাদেশ দেন।
এদিকে গঠিত অ্যাডহক কমিটির মেয়াদ আগামী ৯ আগস্ট পর্যন্ত থাকলেও আদালত কর্তৃক স্থগিতাদেশ দেওয়া হয়েছে আগামী ২৩ ডিসেম্বর পর্যন্ত। প্রতিষ্ঠানটিতে বর্তমানে সর্বমোট আড়াই হাজার শিক্ষার্থী এবং ৮৬ জন শিক্ষক-কর্মচারী রয়েছেন। অ্যাডহক কমিটির কার্যক্রমে স্থগিতাদেশ থাকায় প্রতিষ্ঠানটির স্বাভাবিক কার্যক্রম স্থবির হওয়ার পাশাপাশি প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের গত তিন মাস ধরে বেতন-ভাতা বন্ধ রয়েছে।
এ ব্যাপারে চান্দনা উচ্চ বিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও অ্যাডহক কমিটির সদস্য সচিব রুহুল আমিন জানান হাইকোর্টের স্থগিতাদেশ থাকায় প্রতিষ্ঠানটির স্বাভাবিক কার্যক্রমে অচলাবস্থা বিরাজ করছে।
নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার-2
বেতন বন্ধ তিন মাস, শিক্ষক-কর্মচারীর দুর্বিষহ জীবনযাপন
- আপলোড সময় : ০৫-০৭-২০২৫ ০৯:৩৫:৫১ পূর্বাহ্ন
- আপডেট সময় : ০৫-০৭-২০২৫ ০৯:৩৫:৫১ পূর্বাহ্ন

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ