থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সকালে বাঁশখালী থানার মূল গেটের সামনে প্রধান সড়কে চেকপোস্ট বসায় পুলিশ। এ সময় বাঁশখালীর দক্ষিণ দিক পেকুয়া থেকে মোটরসাইকেল যোগে আসা সাইফুর রহমানের দেহ তল্লাশি করা হয়। দেহ তল্লাশির একপর্যায়ে তার কাছ থেকে ৮ হাজার ইয়াবা উদ্ধার করা এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।
বাঁশখালী থানার ওসি সাইফুল ইসলাম বলেন, প্রধান সড়কে থানার মূল গেটের সামনে পাকা রাস্তায় চেকপোস্ট বসানো হয়। এ সময় ইয়াবাসহ একজনকে গ্রেপ্তার ও তার ব্যবহৃত মোটরসাইকেল জব্দ করা হয়েছে। এ ঘটনায় মাদক আইনে মামলাসহ আসামিকে আদালতে সোপর্দ করা হবে।
সমপ্রতি বাঁশখালীর প্রধান সড়কে কঙবাজার থেকে আসা আরো বেশ কয়েকটি মোটরসাইকেল ও প্রাইভেট কার তল্লাশি করে একইভাবে ইয়াবা উদ্ধার করা হয়। মাদক দ্রব্য রোধে বাঁশখালীর প্রধান সড়কে স্থায়ী পুলিশ চৌকি কিংবা ক্যাম্প করে; দক্ষিণ দিক থেকে আসা সকল গাড়ি তল্লাশির দাবি জানান বাঁশখালীর সচেতন জনগণ। নাহলে ইয়াবাসহ মাদকদ্রব্য সর্বত্র ছড়িয়ে পড়বে বলে আশঙ্কা করছে সাধারণ জনগণ। অভিযোগ রয়েছে, ইয়াবা ও অন্যান্য মাদকসহ গ্রেপ্তারকৃতদের আদালতে চালান দেয়া হলেও সাক্ষীর অভাবে অল্প সময়ের মধ্যেই জেলহাজত থেকে বেরিয়ে আসেন মাদক কারবারিরা। ফলে আবারো মাদক পাচারে নেমে পড়ে তারা।