বুধবার (২ জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেন, নির্বাচন বিলম্ব না করে বিদ্যমান নির্বাচন কমিশনকেই আইনি সংস্কারের মাধ্যমে শক্তিশালী করার পক্ষে তারা।
জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজের সভাপতিত্বে অনুষ্ঠিত এ বৈঠকে বিএনপি, জামায়াত, এনসিপিসহ বিভিন্ন দলের প্রতিনিধি অংশ নেন।
আলোচনায় জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন করা হয়। আলোচ্য বিষয়ের মধ্যে ছিল নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ, তত্ত্বাবধায়ক সরকার এবং রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শন।
জামায়াত সীমানা নির্ধারণে একটি অস্থায়ী কমিশনের পক্ষে মত দিলেও ঐকমত্যের স্বার্থে আলোচনা চালিয়ে যাওয়ার পক্ষে রয়েছে দলটি।
এদিকে কমিশনের সহসভাপতি আলী রীয়াজ জানান, সব পক্ষের সম্মতিতে জুলাইয়ের মাঝামাঝি সময়েই জাতীয় সনদ চূড়ান্ত করা সম্ভব হতে পারে।
সংবিধিবদ্ধ নিয়োগ প্রক্রিয়া, রাষ্ট্রপতির নিয়োগ ও উচ্চকক্ষ নির্বাচন নিয়ে আলোচনা চললেও এসব ইস্যুতে এখনো পূর্ণ ঐকমত্যে পৌঁছানো যায়নি বলে জানানো হয়। এখন পর্যন্ত ঐকমত্য কমিশনের অধীনে ৫২টি বৈঠক অনুষ্ঠিত হয়েছে।