ভারতের জাতীয় ক্রিকেট দলের আসন্ন বাংলাদেশ সফর নিয়ে তৈরি হয়েছে বড় ধরনের অনিশ্চয়তা। আগামী মাসের দ্বিতীয়ার্ধে তিনটি ওয়ানডে এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে বাংলাদেশে আসার কথা ছিল রোহিত শর্মাদের। তবে এখন পর্যন্ত ভারত সরকার সফরের জন্য সবুজ সংকেত না দেওয়ায় সফরটি নির্ধারিত সময়ে হওয়া নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।
বিবিসি বাংলা একাধিক সরকারি সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় মনে করছে, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে চলমান রাজনৈতিক পরিস্থিতি ও দুই দেশের কূটনৈতিক টানাপোড়েন সফরের জন্য অনুকূল নয়।
এক সরকারি কর্মকর্তা জানান, "এই পরিস্থিতিতে ভারতের দল বাংলাদেশে গেলে সাধারণ মানুষের কাছে ভুল বার্তা যেতে পারে।"
এ অবস্থায় বিসিসিআই সফরটি ২০২৬ সালের আইপিএলের পর করার প্রস্তাব দিয়েছে এবং এরইমধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)-এর সঙ্গে আনুষ্ঠানিক আলোচনা শুরু করেছে। বিসিসিআইর এক কর্মকর্তা বলেন, “বাংলাদেশ আমাদের বন্ধুপ্রতিম দেশ। এখন যদি সফর না-ও হয়, ভবিষ্যতে তা পুনরায় আয়োজন করা যাবে।”
এর আগে ২০২৪ সালেও রাজনৈতিক উত্তেজনার মধ্যেই বাংলাদেশ সফর করেছিল ভারতীয় দল। তখন সফর নিয়ে ভারতের সোশ্যাল মিডিয়ায় ‘#BoycottBangladeshCricket’ ট্রেন্ড করলেও, সিরিজটি হয়েছিল বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের কারণে।
তবে এবারের সফরে কোনো টেস্ট না থাকায় ভারতীয় বোর্ড মনে করছে, এটি স্থগিত করা হলে তেমন ক্ষতি হবে না। বিসিসিআইয়ের সম্ভাব্য নতুন প্রেসিডেন্ট রাজীব শুক্লার মধ্যপন্থি অবস্থানের কারণে ভবিষ্যতে সম্পর্ক স্বাভাবিক হওয়ার সম্ভাবনাও দেখছেন অনেকে।
তবে সরকারি অনুমোদন না আসা পর্যন্ত সফর নিয়ে অনিশ্চয়তা থেকেই যাবে বলে জানিয়েছেন কর্মকর্তারা।