মঙ্গলবার (১ জুলাই) বিকেলে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি এই তথ্য জানায়।
৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীন ইংরেজি প্রথম পত্র পরীক্ষায় অংশ নেন ৯ লাখ ৯৩ হাজার ২৫৫ জন। অনুপস্থিত ছিলেন ১৮ হাজার ২৩১ জন। ১ হাজার ৬০০ কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়।
এইচএসসিতে বহিষ্কৃত ৩৯ জনের মধ্যে রয়েছে—ঢাকা ৭, রাজশাহী ১, কুমিল্লা ৪, যশোর ২, চট্টগ্রাম ৫, সিলেট ২, বরিশাল ৫, দিনাজপুর ৬ ও ময়মনসিংহ ৭ জন।
আলিমের বাংলা প্রথম পত্রে ৭৯ হাজার ৫২৫ পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ৪ হাজার ৬৩১ জন, বহিষ্কৃত ৮ জন।
কারিগরি শিক্ষায় ৯৯ হাজার ২৮৯ পরীক্ষার্থীর মধ্যে ২ হাজার ২ জন অনুপস্থিত এবং ১৫ জন বহিষ্কার হন।