ঢাকা , বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫ , ২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গোপালগঞ্জে কারফিউ জারি, সেনা টহলে থমথমে শহর সিরিয়ার আল-শারাকে ‘নির্মূল’ করার ঘোষণা দিলেন ইসরায়েলি মন্ত্রী সিরিয়ার সেনা সদর দপ্তরে ফের পড়ল বোমা, প্রেসিডেন্টের প্রাসাদের কাছেও হামলা বৃহস্পতিবার সারাদেশে বিক্ষোভের ডাক এনসিপির গোপালগঞ্জে সংঘর্ষের পর হাসপাতালে ৪ জনের লাশ খুলনায় পৌঁছেছেন নাহিদ-হাসনাতরা গোপালগঞ্জে রাত ৮টা থেকে ২২ ঘণ্টার কারফিউ সেনা-পুলিশ পাহারায় গোপালগঞ্জ ছাড়লেন নাহিদ-হাসনাতরা গোপালগঞ্জের হামলাকারীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না: অন্তর্বর্তী সরকার ব্লকেড সরিয়ে নেওয়ার আহ্বান নাহিদের গোপালগঞ্জে হামলার প্রতিবাদে মশাল মিছিল করবে এনসিপি জাতীয় নেতাদের নিরাপত্তা দিতে পারে না, তারা করবে নির্বাচন: হান্নান গোপালগঞ্জে গণমাধ্যমের ওপর হামলায় অনলাইন এডিটরস অ্যালায়েন্সের নিন্দা রণক্ষেত্র গোপালগঞ্জ, ১৪৪ ধারা জারি শামীম ওসমান ও স্ত্রীর বিরুদ্ধে অবৈধ সম্পদের মামলা বিদেশি রাষ্ট্রপ্রধানদের জন্য প্রধান উপদেষ্টার পক্ষ থেকে আম উপহার ১৬ জুলাই রাষ্ট্রীয় শোক দিবস জুলাইয়ের প্রথম ১৩ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১১৯ কোটি ডলার যুক্তরাষ্ট্রে বেনজীর আহমেদের দুটি সম্পদ ও চারটি ব্যাংক হিসাব জব্দের আদেশ কাপ্তাইয়ে ভয়াবহ লোডশেডিংয়ে স্থবির জনজীবন, বিদ্যুৎ কেন্দ্রের পাশেই চরম সংকট

উত্তরায় র‌্যাব পরিচয়ে কোটি টাকা ছিনতাই: গ্রেফতার ৫, উদ্ধার নগদ অর্থ ও গাড়ি

  • আপলোড সময় : ২৩-০৬-২০২৫ ০৬:৩৯:২২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৬-২০২৫ ০৬:৪৫:১০ অপরাহ্ন
উত্তরায় র‌্যাব পরিচয়ে কোটি টাকা ছিনতাই: গ্রেফতার ৫, উদ্ধার নগদ অর্থ ও গাড়ি

রাজধানীর উত্তরা এলাকায় র‌্যাব পরিচয়ে সংঘটিত চাঞ্চল্যকর কোটি টাকার ছিনতাইয়ের ঘটনায় জড়িত পাঁচজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। তাদের কাছ থেকে ছিনতাই হওয়া নগদ অর্থের একটি অংশ ও ব্যবহৃত হাইস গাড়িও উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ জুন) বিষয়টি নিশ্চিত করেন উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. মুহিদুল ইসলাম। তিনি জানান, সিসিটিভি ফুটেজ পর্যালোচনা এবং ছিনতাইয়ে ব্যবহৃত গাড়ির নম্বর শনাক্তের মাধ্যমে অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে। তবে প্রাথমিকভাবে গ্রেফতারদের পরিচয় প্রকাশ করা হয়নি।

এ ঘটনায় বিস্তারিত জানাতে আজ ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনের আয়োজন করা হবে বলে জানিয়েছেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

কী ঘটেছিল?

গত শনিবার (১৪ জুন) সকাল ৮টা ৫০ মিনিটের দিকে উত্তরা ১৩ নম্বর সেক্টরের ১২ নম্বর রোডের একটি বাসা থেকে নগদের স্থানীয় ডিস্ট্রিবিউটর অফিসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আব্দুল খালেক নয়নের নির্দেশে চারজন কর্মী দুটি মোটরসাইকেলে করে ১ কোটি ২২ লাখ ৯৮ হাজার টাকা নিয়ে রওনা দেন। তারা যাচ্ছিলেন ১৩ নম্বর রোডের ৪৯ নম্বর বাসায়, যেখানে অবস্থিত নগদের উত্তরা ডিস্ট্রিবিউটর অফিস।

তবে পথে ১৩ নম্বর রোডের ৩৭ নম্বর বাসার সামনে আগে থেকে ওঁত পেতে থাকা কালো রঙের একটি হাইস মাইক্রোবাস এসে তাদের গতিরোধ করে। গাড়ি থেকে র‌্যাব লেখা কালো কটি পরিহিত ৮-১০ জন অস্ত্রধারী নামেন এবং নিজেদের র‌্যাব পরিচয় দিয়ে অস্ত্রের মুখে চারজন কর্মীকে জিম্মি করে টাকা ভর্তি ব্যাগ ছিনিয়ে নেয়। তিনজনকে গাড়িতে তুলে নেওয়া হলেও একজন পালিয়ে যেতে সক্ষম হন। তার কাছে থাকা ব্যাগে ছিল মাত্র ১ লাখ ৯৮ হাজার টাকা।

পুলিশ জানায়, ছিনতাই হওয়া অর্থ ছিল নগদের তুরাগ ও উত্তরা ডিস্ট্রিবিউটর অফিসের দৈনিক কালেকশনের অংশ। ঘটনার পরপরই উত্তরা পশ্চিম থানা পুলিশ, গোয়েন্দা পুলিশ (ডিবি), পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ও র‍্যাব যৌথ তদন্ত শুরু করে।

এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয় নগদের উত্তরা অফিসের ম্যানেজার রিয়াজুল ইসলাম, সুপারভাইজার সঞ্জয় কুমার, কর্মকর্তা ওমর আহমেদ এবং তুরাগ অফিসের ম্যানেজার মাসুদুর রহমানকে। মামলার বাদী আব্দুর রহমানকেও ডিবি পুলিশ ডেকে নিয়ে জিজ্ঞাসাবাদ করে।

ঘটনার সঙ্গে যারা জড়িত, তাদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছে পুলিশ।


নিউজটি আপডেট করেছেন : jewel

কমেন্ট বক্স
সিরিয়ার সেনা সদর দপ্তরে ফের পড়ল বোমা, প্রেসিডেন্টের প্রাসাদের কাছেও হামলা

সিরিয়ার সেনা সদর দপ্তরে ফের পড়ল বোমা, প্রেসিডেন্টের প্রাসাদের কাছেও হামলা