ময়মনসিংহের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে নির্মাণাধীন একটি দশতলা হল ভবনের ছাদ ধসে ১১ জন শ্রমিক আহত হয়েছেন। বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকেলে ভবনের দ্বিতীয় তলার বেলকনির ঢালাইয়ের সময় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল ৪টার দিকে ভবনের পূর্ব-দক্ষিণ কোণে ঢালাইয়ের কাজ চলাকালীন হঠাৎই কাঠামোতে নড়াচড়া দেখা দেয় এবং কিছুক্ষণের মধ্যেই ছাদটি ধসে পড়ে। এতে কাজ করছিলেন এমন শ্রমিকরা নিচে পড়ে গিয়ে কোমর, হাঁটু ও পিঠে গুরুতর আঘাত পান।
আহতদের মধ্যে আটজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং তিনজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।
ঘটনার পর বিশ্ববিদ্যালয় প্রশাসন ছাদ ধসের কারণ অনুসন্ধানে ৬ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. মিজানুর রহমান জানান, এ বিষয়ে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানকেও আনুষ্ঠানিকভাবে চিঠি দেওয়া হবে।
নির্মাণাধীন ছাদ ধস, নজরুল বিশ্ববিদ্যালয়ে আহত শ্রমিক ১১ জন, তদন্ত কমিটি গঠন
- আপলোড সময় : ৩১-০৭-২০২৫ ০৭:২৪:১১ অপরাহ্ন
- আপডেট সময় : ৩১-০৭-২০২৫ ০৭:২৪:১১ অপরাহ্ন

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ