রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) এক মেডিকেল টেকনোলজিস্টকে রাজনৈতিক পরিচয় তুলে ধরে মারধরের অভিযোগ উঠেছে। বুধবার (৩০ জুলাই) দুপুরে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে বহিরাগতদের এ হামলার ঘটনা ঘটে।
ভুক্তভোগী মো. গোলাম আজম ফয়সাল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে ফিজিওথেরাপিস্ট হিসেবে কর্মরত। ঘটনার সময় ডিউটিরত অবস্থায় ছিলেন তিনি। অভিযোগ অনুযায়ী, প্রথমে একজন বহিরাগত এসে তার পরিচয় নিশ্চিত করে যান। পরে ৭-৮ জনের একটি দল কক্ষে ঢুকে তাকে “আওয়ামী লীগের আমলে চাকরি পেয়েছে” উল্লেখ করে পিটাতে শুরু করে। তাকে টেনেহিঁচড়ে কেন্দ্রের বাইরে এনে মারধর করা হয়। এ সময় হামলার ভিডিও করতে গেলে তিনজনের মোবাইল ছিনিয়ে নেওয়া হয় বলে জানা গেছে। হামলার পর আহত ফয়সাল নগরীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন।
চিকিৎসা কেন্দ্রের প্রধান চিকিৎসক মাফরুহা সিদ্দিকা লিপি জানান, ঘটনাটি কর্মীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে। নিরাপত্তা নিশ্চিত না হলে দায়িত্ব পালন করা কঠিন হবে বলে মন্তব্য করেন তিনি। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান জানান, জনি নামের এক বহিরাগতকে হামলার নেতৃত্ব দিতে দেখা গেছে। জড়িতদের চিহ্নিত করে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হবে।
উপাচার্য অধ্যাপক ড. সালেহ্ হাসান নকীব বলেন, বিষয়টি জানতে পেরেছেন এবং প্রক্টরের সঙ্গে কথা বলবেন। বিশ্ববিদ্যালয় প্রশাসন নিরাপত্তা জোরদারে কাজ করছে বলে জানান তিনি।