গাজায় চলমান যুদ্ধ ও মানবিক বিপর্যয়ের পরিপ্রেক্ষিতে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার কথা ভাবছে কানাডা। সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী মার্ক কার্নি।
সম্প্রতি এক সংবাদ সম্মেলনে কার্নি জানান, ফিলিস্তিনের জনগণের দুর্দশা গভীরভাবে উদ্বেগজনক। বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করছে কানাডা। তবে স্বীকৃতির আগে কিছু শর্ত পূরণ করতে হবে—এর মধ্যে রয়েছে হামাসকে বাদ দিয়ে নির্বাচন, শাসন ব্যবস্থায় সংস্কার এবং নিরস্ত্রীকরণ। এরইমধ্যে ফ্রান্স ও যুক্তরাজ্যও সেপ্টেম্বরে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে। ফলে জি-৭-এর অন্তত তিনটি দেশ একই পথে এগোচ্ছে।
এদিকে, কানাডার ২০০ জন সাবেক কূটনীতিক এক খোলা চিঠিতে ফিলিস্তিনকে স্বীকৃতির আহ্বান জানিয়েছেন। তাদের দাবি, ইসরায়েলের পদক্ষেপ কানাডার নীতিমূল্যকে ক্ষতিগ্রস্ত করছে।
উল্লেখ্য, জাতিসংঘের ১৯৩ সদস্যের মধ্যে প্রায় ১৫০টি দেশ ফিলিস্তিনকে ইতোমধ্যে স্বীকৃতি দিয়েছে।