ঢাকা , শুক্রবার, ০১ অগাস্ট ২০২৫ , ১৭ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ব্রাজিলের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ ট্রাম্পের মানবাধিকার রক্ষার প্রতিশ্রুতি পূরণ করতে পারেনি অন্তর্বর্তী সরকার জরুরি অবস্থার আওতায় নিউ ইয়র্কের যেসব এলাকা পদ্মা সেতু রক্ষা বাঁধে আবার ধস, নদীগর্ভে বিলীন ১০ বসতঘর নাহিদ ইসলামের পোস্টের প্রতিক্রিয়ায় সাদিক কায়েমের চ্যালেঞ্জ! গোপালগঞ্জে জীবননাশের শঙ্কায় বলপ্রয়োগে বাধ্য হয়েছিল আইনশৃঙ্খলা বাহিনী: সেনাবাহিনী উচ্চকক্ষে পিআর পদ্ধতি নিয়ে জাতীয় ঐকমত্য কমিশনে তুমুল বিতর্ক চূড়ান্ত অনুমোদন পেল স্থানীয় সরকার নির্বাচন অধ্যাদেশ-২০২৫ যুক্তরাষ্ট্রে পড়তে ইচ্ছুক শিক্ষার্থীদের জন্য ভিসা নির্দেশনা দিল ঢাকার দূতাবাস এক বছরে আইন মন্ত্রণালয়ের কাজের বিবরণ দিলেন উপদেষ্টা আসিফ নজরুল জুলাই সনদ সই হচ্ছে না আজ যুক্তরাষ্ট্রে স্মার্টফোন রফতানিতে চীনকে পেছনে ফেলল ভারত ভারতের ওপর এবার ২৫ শতাংশ শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের রাশিয়ায় ৮.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, ১৮ দেশে সুনামি সতর্কতা আশাবাদী বাংলাদেশ, ভবিষ্যতে ট্রাম্পের বিধিনিষেধের শঙ্কায় যুক্তরাষ্ট্রের ক্রেতারা রেমিট্যান্স যোদ্ধাদের জন্য বাংলাদেশ ফাইন্যান্সের উদ্যোগ ‘বীর’ পুঁজিবাজারে অবাঞ্ছিত সালমান, শায়ান ও শিবলী রুবাইয়াত ব্লগার অভিজিৎ হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ফারাবীর জামিন মানবাধিকার কমিশনের কার্যালয় স্থাপনের বিরোধিতায় ঢাবি শিক্ষার্থীদের লাল কার্ড সমাবেশ এমপিওভুক্ত শিক্ষকদের বিশেষ সুবিধা নিয়ে নতুন নির্দেশনা জারি

দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতির আহ্বান ১৫ দেশের, নেতৃত্বে ফ্রান্স

  • আপলোড সময় : ৩১-০৭-২০২৫ ০৯:৩৭:০৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩১-০৭-২০২৫ ০৯:৩৭:০৪ পূর্বাহ্ন
দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতির আহ্বান ১৫ দেশের, নেতৃত্বে ফ্রান্স ছবি সংগৃহীত

গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি এবং দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের ভিত্তিতে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানিয়েছে বিশ্বের ১৫টি দেশ। এ তালিকায় রয়েছে ইউরোপের একাধিক দেশের পাশাপাশি ফিনল্যান্ড, কানাডা ও অস্ট্রেলিয়ার মতো দেশও। ফ্রান্সের নেতৃত্বে একটি যৌথ ঘোষণাপত্রে এই দেশগুলো স্বাক্ষর করেছে।

বিবৃতিতে গাজায় যুদ্ধবিরতি, হামাসের হাতে আটক ইসরায়েলি বন্দিদের মুক্তি এবং ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির জন্য নতুন আন্তর্জাতিক উদ্যোগের আহ্বান জানানো হয়।

এই প্রেক্ষাপটে গত ২৮ জুলাই নিউইয়র্কে জাতিসংঘ সদর দফতরে ফিলিস্তিন-ইসরায়েল দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধান নিয়ে তিনদিনব্যাপী এক সম্মেলন শুরু হয়। সম্মেলনের নেতৃত্ব দেয় ফ্রান্স ও সৌদি আরব, তবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এতে অংশ নেয়নি।

বক্তব্য অনুযায়ী, স্বাক্ষরকারী দেশগুলো হলো: অ্যান্ডোরা, অস্ট্রেলিয়া, কানাডা, ফিনল্যান্ড, আইসল্যান্ড, আয়ারল্যান্ড, লুক্সেমবার্গ, মাল্টা, নিউজিল্যান্ড, নরওয়ে, পর্তুগাল, সান মারিনো, স্লোভেনিয়া, স্পেন এবং ফ্রান্স।

তারা বলেছে, আন্তর্জাতিক আইন ও জাতিসংঘের নীতিমালা অনুযায়ী, ইসরায়েল ও ফিলিস্তিনকে অবশ্যই স্বীকৃত ও নিরাপদ সীমান্তে শান্তিপূর্ণভাবে সহাবস্থান করতে হবে। গাজা ও পশ্চিম তীরকে ফিলিস্তিনি কর্তৃপক্ষের আওতায় আনার ওপরও জোর দেওয়া হয়েছে।

বিবৃতিতে ১০ জুন ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের কিছু অঙ্গীকারের প্রশংসা করা হয়। তিনি হামাসের ৭ অক্টোবরের হামলার নিন্দা, জিম্মিদের মুক্তির আহ্বান, হামাসের নিরস্ত্রীকরণ, বন্দিদের অর্থ প্রদান বন্ধ, শিক্ষা সংস্কার এবং এক বছরের মধ্যে নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি দিয়েছেন।

এছাড়া, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেয়ার স্টার্মার জানিয়েছেন, সেপ্টেম্বরের মধ্যে ইসরায়েল যদি গাজায় যুদ্ধবিরতি ও অন্যান্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ না নেয়, তাহলে যুক্তরাজ্য ফিলিস্তিনকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেবে।

বর্তমানে জাতিসংঘের ১৯৩টি সদস্য দেশের মধ্যে অন্তত ১৪২টি দেশ ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে বা দেয়ার প্রক্রিয়ায় রয়েছে। তবে যুক্তরাষ্ট্র ও জার্মানি এখনও এই স্বীকৃতি দেয়নি।

উল্লেখ্য, নরওয়ে, আয়ারল্যান্ড ও স্পেন ইতোমধ্যে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে। এর ধারাবাহিকতায় ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রোঁ জানিয়েছেন, সেপ্টেম্বরের জাতিসংঘ সাধারণ অধিবেশনে তার দেশ ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে।

 

নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বাংলাদেশের পণ্যে যুক্তরাষ্ট্রের নতুন পাল্টা শুল্ক ২০%, মোট শুল্ক দাঁড়াল ৩৫ শতাংশ

বাংলাদেশের পণ্যে যুক্তরাষ্ট্রের নতুন পাল্টা শুল্ক ২০%, মোট শুল্ক দাঁড়াল ৩৫ শতাংশ