গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি এবং দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের ভিত্তিতে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানিয়েছে বিশ্বের ১৫টি দেশ। এ তালিকায় রয়েছে ইউরোপের একাধিক দেশের পাশাপাশি ফিনল্যান্ড, কানাডা ও অস্ট্রেলিয়ার মতো দেশও। ফ্রান্সের নেতৃত্বে একটি যৌথ ঘোষণাপত্রে এই দেশগুলো স্বাক্ষর করেছে।
বিবৃতিতে গাজায় যুদ্ধবিরতি, হামাসের হাতে আটক ইসরায়েলি বন্দিদের মুক্তি এবং ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির জন্য নতুন আন্তর্জাতিক উদ্যোগের আহ্বান জানানো হয়।
এই প্রেক্ষাপটে গত ২৮ জুলাই নিউইয়র্কে জাতিসংঘ সদর দফতরে ফিলিস্তিন-ইসরায়েল দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধান নিয়ে তিনদিনব্যাপী এক সম্মেলন শুরু হয়। সম্মেলনের নেতৃত্ব দেয় ফ্রান্স ও সৌদি আরব, তবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এতে অংশ নেয়নি।
বক্তব্য অনুযায়ী, স্বাক্ষরকারী দেশগুলো হলো: অ্যান্ডোরা, অস্ট্রেলিয়া, কানাডা, ফিনল্যান্ড, আইসল্যান্ড, আয়ারল্যান্ড, লুক্সেমবার্গ, মাল্টা, নিউজিল্যান্ড, নরওয়ে, পর্তুগাল, সান মারিনো, স্লোভেনিয়া, স্পেন এবং ফ্রান্স।
তারা বলেছে, আন্তর্জাতিক আইন ও জাতিসংঘের নীতিমালা অনুযায়ী, ইসরায়েল ও ফিলিস্তিনকে অবশ্যই স্বীকৃত ও নিরাপদ সীমান্তে শান্তিপূর্ণভাবে সহাবস্থান করতে হবে। গাজা ও পশ্চিম তীরকে ফিলিস্তিনি কর্তৃপক্ষের আওতায় আনার ওপরও জোর দেওয়া হয়েছে।
বিবৃতিতে ১০ জুন ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের কিছু অঙ্গীকারের প্রশংসা করা হয়। তিনি হামাসের ৭ অক্টোবরের হামলার নিন্দা, জিম্মিদের মুক্তির আহ্বান, হামাসের নিরস্ত্রীকরণ, বন্দিদের অর্থ প্রদান বন্ধ, শিক্ষা সংস্কার এবং এক বছরের মধ্যে নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি দিয়েছেন।
এছাড়া, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেয়ার স্টার্মার জানিয়েছেন, সেপ্টেম্বরের মধ্যে ইসরায়েল যদি গাজায় যুদ্ধবিরতি ও অন্যান্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ না নেয়, তাহলে যুক্তরাজ্য ফিলিস্তিনকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেবে।
বর্তমানে জাতিসংঘের ১৯৩টি সদস্য দেশের মধ্যে অন্তত ১৪২টি দেশ ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে বা দেয়ার প্রক্রিয়ায় রয়েছে। তবে যুক্তরাষ্ট্র ও জার্মানি এখনও এই স্বীকৃতি দেয়নি।
উল্লেখ্য, নরওয়ে, আয়ারল্যান্ড ও স্পেন ইতোমধ্যে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে। এর ধারাবাহিকতায় ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রোঁ জানিয়েছেন, সেপ্টেম্বরের জাতিসংঘ সাধারণ অধিবেশনে তার দেশ ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে।
দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতির আহ্বান ১৫ দেশের, নেতৃত্বে ফ্রান্স
- আপলোড সময় : ৩১-০৭-২০২৫ ০৯:৩৭:০৪ পূর্বাহ্ন
- আপডেট সময় : ৩১-০৭-২০২৫ ০৯:৩৭:০৪ পূর্বাহ্ন

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ